Ridge Bangla

সংগীতশিল্পী শাফিন আহমেদকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ আসিফ আকবরের

বাংলাদেশের ব্যান্ডসংগীতের কিংবদন্তি শিল্পী, ‘মাইলস’ ব্যান্ডের ভোকাল ও বেজিস্ট শাফিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ করেছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শাফিন আহমেদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে একটি স্ট্যাটাস দেন তিনি।

আসিফ লেখেন, “১৯৯৪ সাল। আমি তখন অনার্স সেকেন্ড ইয়ারে। কুমিল্লায় তখন ব্যান্ড গঠন নিয়ে আমরা খুব উৎসাহী। ক্লাসে এক স্যার বিরক্ত হয়ে বলেছিলেন, ‘তুমি কি হামিন-শাফিন হতে পারবা?’ তখন বুঝলাম, স্যারও ব্যান্ডসংগীত ভালোবাসেন। আমি উত্তর দিয়েছিলাম—উনারা তো লিজেন্ড স্যার, অন্তত আসিফ তো হতে পারবো।”

তিনি জানান, শাফিন আহমেদের মৃত্যুর খবর তিনি পান পর্তুগালে একটি কনসার্ট শেষে। দেশে তখন ইন্টারনেট বন্ধ থাকায় খবরটি তিনি জানতে পারেন অনেক দেরিতে। “ফেসবুকে ঢুকে দেখি, মাইলসের শাফিন ভাই আর নেই। খবরটা পেয়ে গভীর রাতে একা বসেছিলাম পার্কে,” বলেন আসিফ।

আসিফ আরও জানান, “শাফিন ভাই আমার অত্যন্ত শ্রদ্ধার একজন শিল্পী ছিলেন। স্টেজে তার অনেক গান গেয়ে নিজেকে তৈরি করেছি। মাঝেমধ্যে টেক্সটে যোগাযোগ হতো, দেখা কম হলেও সবসময়ই তিনি স্নেহশীল ছিলেন।”

তিনি স্মরণ করেন, তরুণ মুন্সীর কথা ও সুরে একটি গান প্রডিউস করেছিলেন যাতে শাফিন আহমেদ কণ্ঠ দিয়েছিলেন। “গানটি এখনও রেখে দিয়েছি, কোনোদিন প্রকাশ হয়নি,” উল্লেখ করেন আসিফ।

পোস্টের শেষে তিনি লেখেন, “আজ তার প্রথম মৃত্যুবার্ষিকী। বিনম্র শ্রদ্ধা জানাই প্রিয় শিল্পীর প্রতি। ভালোবাসা অবিরাম।”

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন