Ridge Bangla

সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা নিয়ে ভাবনার আহ্বান তারেক রহমানের

বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক ও ভৌগোলিক বাস্তবতায় সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক (Proportional Representation – PR) নির্বাচন পদ্ধতির উপযোগিতা নিয়ে রাজনৈতিক নেতাদের গভীরভাবে চিন্তা করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১ জুলাই) বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভায় শহীদ পরিবারসমূহকে সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি সমাজে বিভক্তি তৈরি এবং একটি দুর্বল, অস্থিতিশীল সরকার গঠনের ঝুঁকি তৈরি করতে পারে। এই বিষয়ে রাজনৈতিক নেতাদের সতর্কতার সঙ্গে চিন্তা করা উচিত।”

তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকারের গঠনের বিষয় নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে প্রস্তাব দিয়েছে। কিন্তু সেই প্রস্তাবগুলো আমাদের বর্তমান বাস্তবতায় কতটা প্রযোজ্য ও কার্যকর, সেটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।”

তারেক রহমান সতর্ক করেন, “সংখ্যানুপাতিক ব্যবস্থার আড়ালে কোনো ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের সুযোগ তৈরি হচ্ছে কি না, তা আমরা কীভাবে বুঝব? এ নিয়ে সজাগ থাকতে হবে।” তিনি আরও বলেন, “রাজনীতিতে বিভ্রান্তিমূলক ইস্যু এনে ষড়যন্ত্রকারীরা যাতে সুযোগ নিতে না পারে, সে বিষয়ে দলগুলোর দৃষ্টি দেওয়া প্রয়োজন।”

বিএনপির অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, “আমরা সংসদীয় পদ্ধতির পক্ষে রয়েছি। জনগণের প্রত্যক্ষ ভোটের ভিত্তিতে প্রতিনিধিত্ব নির্বাচনই গণতন্ত্রের মূল ভিত্তি হওয়া উচিত।”

উল্লেখ্য, জামায়াতে ইসলামি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং কমিউনিস্ট পার্টি সহ কয়েকটি রাজনৈতিক দল বর্তমানে পিআর পদ্ধতির পক্ষে মত দিচ্ছে। তবে বিএনপি এখনো প্রচলিত একক আসনভিত্তিক সংসদীয় পদ্ধতির পক্ষেই অবস্থান করছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন