Ridge Bangla

ষড়যন্ত্র শেষ হয়নি, অদৃশ্য শত্রু এখন দৃশ্যমান: তারেক রহমান

গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “৮-৯ মাস আগেই বলেছিলাম, অদৃশ্য শত্রু আছে। এখন সেই শত্রুরা ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। তারা সবসময় মানুষের অধিকার আদায়ের বিপক্ষে অবস্থান নিয়েছে।”

শনিবার (১২ জুলাই) রাজধানীর একটি হোটেলে ‘জুলাই অভ্যুত্থান’ এ নিহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। বক্তব্যে তারেক রহমান বলেন, “মানুষের জানমাল রক্ষা করা সরকারের দায়িত্ব। কিন্তু তারা ব্যর্থ হচ্ছে কেন? কেন হত্যাকারীদের গ্রেপ্তার করা হচ্ছে না? যাকে ভিডিওতে স্পষ্টভাবে হত্যা করতে দেখা গেছে, তাকেও ধরা হচ্ছে না। তাহলে কি ধরে নেবো সরকার এবং প্রশাসনের কিছু অংশ মব সৃষ্টি ও অস্থিরতার পেছনে প্রশ্রয় দিচ্ছে?”

তিনি বলেন, “অন্যায়কারী যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না। অন্যায়কারী কোনো দলের হতে পারে না। কিন্তু সরকার তা করছে না বরং বিচার বিলম্বিত করছে। খুলনায় যুবদলকর্মী হত্যার বিচারও হচ্ছে না। অথচ বলা হচ্ছে, বিএনপি লাশ নিয়ে রাজনীতি করছে। এসব প্রশ্নের জবাব সরকারকেই দিতে হবে।”

তারেক রহমান আরও বলেন, “কারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে আর কারা তা ব্যাহত করেছে, ইতিহাস বিবেচনা করতে হবে। দেশের অস্তিত্বের প্রশ্ন জড়িয়ে আছে এই জবাবের সঙ্গে।” সব ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

আরো পড়ুন