Ridge Bangla

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা, ফিরলেন নাঈম ও সাইফউদ্দিন

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ শেষে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন পুরনো কয়েক মুখ—মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

নাঈম শেখ ঘরোয়া ক্রিকেট এবং শেষ বিপিএলে ভালো পারফরম্যান্সের সুবাদে আবারও টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন। ইনজুরি কাটিয়ে ফিরেছেন পেসার তাসকিন ও মুস্তাফিজ, যা বোলিং আক্রমণকে শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও।

টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে ১০ জুলাই ক্যান্ডিতে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ১৩ জুলাই ডাম্বুলা এবং ১৬ জুলাই কলম্বোতে অনুষ্ঠিত হবে।

টিম লিটন দাসের নেতৃত্বে মাঠে নামবে। তার সঙ্গে রয়েছেন:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম এবং মোহাম্মদ সাইফউদ্দিন।

অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে গঠিত এই দলকে ঘিরে আশাবাদী বাংলাদেশি ক্রিকেট সমর্থকেরা। শ্রীলঙ্কার মাটিতে টাইগারদের পারফরম্যান্স এখন দেখার অপেক্ষায়।

আরো পড়ুন