Ridge Bangla

শ্রীলঙ্কায় বিনিয়োগে আগ্রহী করতে পর্যটন খাতে ‘ল্যান্ড ব্যাংক’ চালু

শ্রীলঙ্কা ট্যুরিজম ডেভেলপমেন্ট অথরিটি (এসএলটিডিএ) ভঙ্গুর পর্যটন খাতকে চাঙা করতে ৩ হাজার একরের বেশি রাষ্ট্রীয় মালিকানাধীন জমি দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করেছে, যাতে অন্তত ৫০ থেকে ৬০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ আকৃষ্ট করা যায়।

শ্রীলঙ্কার জাতীয় ব্যবসায়িক সংবাদমাধ্যম ডেইলি এফটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার শ্রীলঙ্কা ট্যুরিজম ডেভেলপমেন্ট অথরিটি এই বড় উদ্যোগের ঘোষণা দেয়। মূল লক্ষ্য হচ্ছে সংগঠিত, টেকসই ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পর্যটন খাতে বিনিয়োগ সহজ করা।

শ্রীলঙ্কার পর্যটন উপমন্ত্রী প্রফেসর রুয়ান রণসিংহে জানান, এই উদ্যোগে এমন জমিগুলোর একটি ‘ল্যান্ড ব্যাংক’ তৈরি করা হয়েছে, যেগুলো বিনিয়োগের জন্য সম্পূর্ণ প্রস্তুত। বিনিয়োগের সুযোগ থাকবে স্টার-গ্রেড হোটেল, ইকো রিসোর্ট, ওয়েলনেস রিট্রিট, বুটিক হোটেল, অ্যাডভেঞ্চার লজ, কৃষি পর্যটন প্রকল্প এবং এমআইসিই (মিটিং, ইনসেনটিভ, কনফারেন্স, এক্সিবিশন) পর্যটন কেন্দ্র এবং সমন্বিত পর্যটন হাব তৈরিতে।

তিনি আরও জানান, বেশিরভাগ জমিই ৩৩ বছরের জন্য ইজারা ভিত্তিতে দেওয়া হবে। তবে প্রাইভেট মালিকানাধীন জমির মালিকদেরও শ্রীলঙ্কা ট্যুরিজম ডেভেলপমেন্ট অথরিটির সঙ্গে অংশীদারিত্বে জমি বিক্রি, ইজারা অথবা যৌথ বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে।

এই প্রক্রিয়া আরও বিনিয়োগবান্ধব করতে এসএলটিডিএ-এর ইনভেস্টমেন্ট রিলেশনস ইউনিট (আইআরইউ) এবং একটি ওয়ান স্টপ শপ সেবা চালু করা হয়েছে। জমিগুলোর মাঠ পর্যায়ের পরিদর্শন ও মালিকানা যাচাই শেষে ‘Land Bank Management Information System (LBMIS)’ নামে একটি স্বয়ংক্রিয় অনলাইন প্ল্যাটফর্মে সেগুলো তালিকাভুক্ত করা হচ্ছে। এখানে জমির মালিকরা তাদের জমি যুক্ত করতে পারবেন এবং বিনিয়োগকারীরা উপযুক্ত জমি বাছাই করতে পারবেন।

এসএলটিডিএ ইতোমধ্যে বিভাগীয় সচিবদের সঙ্গে সমন্বয় করে সম্ভাব্য জমি শনাক্ত করছে এবং শ্রীলঙ্কা বন্দর কর্তৃপক্ষ, নগর উন্নয়ন কর্তৃপক্ষ, মাহাওয়েলি কর্তৃপক্ষ, ভূমি সংস্কার কমিশন, রেলওয়ে বিভাগ, বন বিভাগ, জনতা এস্টেট ডেভেলপমেন্ট বোর্ডসহ বিভিন্ন সংস্থার সঙ্গে সমঝোতা করছে।

বিনিয়োগকারীদের সুবিধার্থে ২১টিরও বেশি লাইসেন্স ও অনুমোদনের জটিলতা দূর করতে কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৪৪

আরো পড়ুন