শেরপুরের শ্রীবরদীতে পক্ষাঘাতগ্রস্ত স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী মো. খলিলুর রহমান (৮০) খোশালপুর মধ্যপাড়ার মৃত জহুর আলীর ছেলে। ভুক্তভোগী স্ত্রী খোশেদা বেগমের (৭০) শারীরিক অবস্থা দীর্ঘ ছয় বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত হওয়ায় তিনি শয্যাশায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, খোশেদা বেগম বিছানায় মলত্যাগ করায় ক্ষিপ্ত হয়ে খলিলুর রহমান ঘরের সামনে উঠানে আগে থেকে খুঁড়ে রাখা একটি গর্তে তাকে বসিয়ে মাটি চাপা দেওয়ার চেষ্টা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অসুস্থ বৃদ্ধা চিৎকার করে আত্মরক্ষার চেষ্টা করছেন, আর খলিলুর রহমান তাকে সজোরে চড় মারছেন। পাশে উপস্থিত কয়েকজন নীরবে ঘটনাটি দেখলেও কেউ এগিয়ে আসেননি। ভিডিওটি দম্পতির নাতি মো. খোকন (১৯) ধারণ করে ফেসবুকে পোস্ট করেন, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানায়, খলিলুর রহমান মূলত শান্ত স্বভাবের মানুষ হলেও স্ত্রীর দীর্ঘ অসুস্থতা, চিকিৎসার ব্যয় ও যত্নের ভারে তিনি মানসিক চাপে ছিলেন। শুক্রবারও তিনি স্ত্রীর জন্য একটি চেয়ার কমোড কিনে আনেন। তবে ওইদিন সামান্য কথাকাটাকাটির পরেই এ ঘটনা ঘটে।
এ বিষয়ে শ্রীবরদী থানার ওসি মো. আনোয়ার জাহিদ জানান, ভিডিও দেখার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের কথা শোনা গেলেও লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শ্রীবরদী ইউএনও শেখ জাবের আহমেদ ঘটনাটিকে “মর্মান্তিক” উল্লেখ করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।