দুই বাংলার জনপ্রিয় নায়িকা ইধিকা পাল চলচ্চিত্রে অভিষেক করেছেন শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমায়। এরপর কলকাতায় মুক্তি পায় ‘খাদান’, যেখানে তার বিপরীতে ছিলেন দেব। পরবর্তীতে বাংলাদেশে মুক্তি পায় ‘বরবাদ’, যা ব্যবসায়িকভাবে সফল হয়। অর্থাৎ ইধিকার তিনটি সিনেমা— ‘প্রিয়তমা’, ‘খাদান’ ও ‘বরবাদ’ সকলই দর্শকপ্রিয় ও ব্যবসায়িক সাফল্য অর্জন করেছে।
ইধিকা জানান, তিনি তার অভিনয়ে প্রেরণা পান ভারতের কিংবদন্তি নায়িকা শ্রীদেবী থেকে। তিনি বলেন, “ভারতের সিনেমার এক কিংবদন্তি শ্রীদেবী। সম্প্রতি তার জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাতে মিস্টার ইন্ডিয়ার ‘কাটে নাহি কাট’ গানের গেটআপে আমি কিছু ছবি পোস্ট করেছি। তিনি সবসময় আমার মনে মননে আছেন। কারণ তিনিই আমার অভিনয়ের সবচেয়ে বড় অনুপ্রেরণা। জানি তার মতো হওয়া সম্ভব নয়, কারণ তিনি অদ্বিতীয়। তারপরও তাকে বুকে ধারণ করে এগিয়ে চলা আমার জন্য অনেক প্রশান্তি।”
ইধিকা আরও যোগ করেন, “যদি তিনি বেঁচে থাকতেন এবং কোনো সিনেমায় তার সঙ্গে অভিনয় করার সুযোগ পেতাম, সেটা হতো আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমার প্রিয় মহান শিল্পীর আত্মার শান্তি কামনা করছি।”
বর্তমানে ইধিকা মোট তিনটি ব্যবসায়িকভাবে সফল সিনেমায় অভিনয় করেছেন। এছাড়া তিনি মডেলিংসহ অন্যান্য শিল্পকলার সঙ্গে যুক্ত। শীঘ্রই তার আরও কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। ইধিকার ক্যারিয়ার ও অনুপ্রেরণার এই গল্প তার ভক্তদের মধ্যে ইতিমধ্যেই উৎসাহ ও কৌতূহল সৃষ্টি করেছে।