‘অ্যানিমেল’ ও ‘পুষ্পা টু’–এর পর ফের আরেকটি হিট সিনেমা দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছেন রাশমিকা মান্দানা। ২০ জুন মুক্তি পাওয়া তার নতুন ছবি কুবেরা মুক্তির প্রথম চার দিনেই আয় করেছে ৬৫ কোটি রুপি। তামিল ও তেলুগু ভাষায় ধানুশের বিপরীতে অভিনীত এই সিনেমায় তার পারফরম্যান্স নজর কেড়েছে দর্শক ও সহশিল্পীদের।
সিনেমার সাফল্য উদ্যাপন উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধানুশ, চিরঞ্জীবী এবং দক্ষিণ ভারতীয় সুপারস্টার নাগার্জুন। এই অনুষ্ঠানে রাশমিকার অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন দুই কিংবদন্তি অভিনেতা।
নাগার্জুন বলেন, “পর্দায় রাশমিকাকে দেখে বারবার কাশনা কাশানম সিনেমার শ্রীদেবীর কথা মনে পড়ছিল। এত সুন্দর অভিনয় করেছে! আমাদের সময়ের শ্রীদেবী হচ্ছে রাশমিকা। পুষ্পা থেকে যেভাবে সে ন্যাশনাল ক্রাশ হয়ে উঠেছে, তাতে অবাক হওয়ার কিছু নেই। কুবেরাতেও সে অসাধারণ করেছে। আমরা সবাই তোমাকে ভালোবাসি।”
নাগার্জুনের প্রশংসায় সঙ্গ দেন চিরঞ্জীবীও। তিনি মজা করে বলেন, “নাগ তো আমার মনের কথাই বলে দিল। রাশমিকা শুধু সবার নয়, আমারও ক্রাশ।”
দুই কিংবদন্তির এমন উচ্ছ্বসিত প্রশংসা শুনে দর্শকসারিতে বসে লাজুক হাসিতে মাথা নিচু করে রাখেন রাশমিকা মান্দানা।
এর আগে কুবেরা-র আরও একটি প্রচারণামূলক অনুষ্ঠানে নাগার্জুন বলেছিলেন, “এই মেয়েটি প্রতিভার এক পাওয়ারহাউস। তার বিগত কয়েক বছরের সিনেমার তালিকা দেখলেই বোঝা যায় সে কতটা অসাধারণ। আমরা কেউই দুই-তিন হাজার কোটি রুপি বক্স অফিসের নায়ক নই। অথচ এই মেয়েটি আমাদের সবাইকে ছাড়িয়ে গেছে।”
অভিনয় ও মেধার মেলবন্ধনে বলিউড ও দক্ষিণি ইন্ডাস্ট্রিতে নতুন মাইলফলক তৈরি করে চলেছেন রাশমিকা মান্দানা। তিনি এখন আর শুধু ন্যাশনাল ক্রাশ নন, সিনিয়র তারকাদের কাছেও হয়ে উঠেছেন এক অনুপ্রেরণার নাম।