Ridge Bangla

শ্বশুরবাড়িতে গিয়ে চমকে গেলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী

কলকাতা ও মুম্বাইয়ের মধ্যে ব্যস্ততায় ভরা সময় পার করছেন জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। সম্প্রতি প্রেমিক সুমিত আরোরার সঙ্গে আংটি বদলের পর মুম্বাইয়ে নতুন সংসার শুরু করেছেন তিনি। এপ্রিল মাসে জীবনের নতুন অধ্যায় শুরু করেই শ্বশুরবাড়িতে গিয়ে পান এক চমকপ্রদ ও আনন্দঘন অভিজ্ঞতা।

মুম্বাইয়ের নতুন বাড়িতে গিয়ে ঋতাভরী জানতে পারেন, তার প্রতিবেশী আর কেউ নন—টালিউডের সুপারস্টার জিৎ। পুরোনো সহকর্মীকে হঠাৎ পাশে পেয়ে চমকে যান ঋতাভরী। তবে এই চমক ছিল একেবারেই আনন্দের।

জিৎ বর্তমানে কাজের সূত্রে মুম্বাইয়ে বেশ কিছুদিন সময় কাটাচ্ছেন। এই কারণে হঠাৎই এই দুই তারকার দেখা হয়ে যায়। তাদের বন্ধুত্বের শিকড় ২০১৮ সালের ছবি ‘শেষ থেকে শুরু’-তে একসঙ্গে কাজ করার সময় থেকেই।

এই আকস্মিক সাক্ষাৎকে স্মরণীয় করে রাখতে ঋতাভরী একটি ছবি তুলে শেয়ার করেন সামাজিক মাধ্যমে। মুহূর্তেই সেই ছবি ভাইরাল হয়ে যায়, নেটিজেনদের মধ্যে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস।

এদিকে মুম্বাইয়ে নতুন সংসার শুরু করেও ঋতাভরী নিয়মিতই কলকাতায় কাজের জন্য আসা-যাওয়া করছেন। নতুন শহরে মানিয়ে নেওয়ার চেষ্টা এবং পুরোনো শহরের টান—এই দুইয়ের মাঝে নিজেকে ব্যালান্স করে তিনি এখন জীবনটাকে উপভোগ করছেন ভীষণভাবে।

আরো পড়ুন