Ridge Bangla

শোবিজ অঙ্গনে গাজাবাসীর জন্য শোকের ছায়া

gaza, palestine

১৮ মার্চ যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় ফের ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি সেনারা। অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার বাহিনীর নির্বিচার হামলায় প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন নিরীহ মানুষ। আহতদের চিৎকারে ভারী হয়ে উঠছে আকাশ-বাতাস। অথচ জাতিসংঘসহ মুসলিম বিশ্ব রয়েছে নীরব। গাজার মানুষ যেন একা। এই বর্বরতা স্পর্শ করেছে বিশ্বের প্রতিটি বিবেকবান মানুষকে। নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ জানাচ্ছেন অনেকেই।

বাংলাদেশের শোবিজ অঙ্গনেও দেখা যাচ্ছে গাজাবাসীদের জন্য গভীর শোক এবং সংহতি।
অভিনেত্রী জয়া আহসান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনারা ১৫ জন জরুরি চিকিৎসাকর্মীকে হত্যা করেছে। ইসরায়েল যেন ফিলিস্তিনিশূন্য করার অভিযানে নেমেছে। বিশ্ব নেতারা কি এমন গণহত্যার বিরুদ্ধে নীরবই থাকবেন?”

চিত্রনায়ক সিয়াম আহমেদ লেখেন, “ফিলিস্তিনের জন্য আমার মনের কান্না কখনো থামাতে পারিনি। যুদ্ধবিরতি চললেও আমি শান্তি পাইনি। ঈদের পরপরই তাদের ওপর নরক নেমে এলো—এই দায় কি কেউ নেবে? আমরা পারিনি, পারলাম না।”

অভিনেত্রী সাদিয়া আইমান লিখেছেন, “গাজায় প্রতিদিন নিরীহ মানুষ—বিশেষ করে শিশুরা যেভাবে প্রাণ হারাচ্ছে, তা সভ্য সমাজের জন্য কলঙ্ক। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে স্বপ্ন আর আর্তনাদ। হে আল্লাহ, গাজার মানুষদের রক্ষা করো।”

গায়ক আসিফ আকবর গাজাবাসীদের নিয়ে লেখেন, “বিদায় রাফাহ্—গাজার জান্নাতি শহীদেরা। শ্রেষ্ঠ ধর্মের অনুসারীরা যেন জ্বলন্ত জমিনের দোজখে তাদের শাসকদেরও দেখে নেয়।”

আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন প্রায় ৫০ হাজার ৭০০ জন। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। শোবিজ অঙ্গনের তারকারাও আজ নিরব নন। তাঁরা গাজার মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে, বিশ্ব বিবেককে জাগিয়ে তুলতে সোচ্চার হয়ে উঠেছেন। এটি এক ধরনের প্রতিবাদ—কণ্ঠে, কলমে ও মননে।

আরো পড়ুন