শেরপুরে র‍্যাবের কাছ থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

শেরপুর সদর উপজেলায় হত্যা মামলার আসামি আওলাদ হোসেনকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হাত ছিনিয়ে নিয়েছে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। আজ বুধবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার গাজীর খামার ইউনিয়ন পরিষদের এই ঘটনা ঘটে।

এরপর র‌্যাব ১৪-এর সদস্যরা অপ্রীতিকর ঘটনা এড়াতে শেষ পর্যন্ত আসামিকে গ্রেপ্তার না করেই ফিরে যান।

আসামি আওলাদ হোসেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীরখামার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তাঁকে ৪ আগস্ট শিক্ষার্থী হত্যা মামলায় র‍্যাব গ্রেপ্তার করতে গেলে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা তাঁকে ছিনিয়ে নিয়ে যায়।

জানা গেছে, র‌্যাব ১৪-এর একটি আভিযানিক দল হত্যা মামলার আসামি আওলাদ হোসেনকে গ্রেপ্তার করতে গেলে স্থানীয় আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা বাধা হয়ে দাঁড়ায়। একপর্যায়ে তাঁকে র‌্যাবের হাত থেকে ছিনিয়ে নিয়ে যায়। এরপর তারা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের দেয়াল টপকে আওলাদ হোসেনকে নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা জানায়, আওয়ামী লীগের বেশ কিছু কর্মী-সমর্থককে জড়ো করা হয় আওলাদ হোসেনের গ্রেপ্তার ঠেকাতে। একপর্যায়ে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা মারমুখী হয়ে ওঠে। এরপর র‌্যাব সদস্যরা আওলাদ হোসেনকে গ্রেপ্তার না করেই ফিরে যান।

এ ব্যাপারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগনেতা আব্দুল কুদ্দুজ মোয়াজ তার ফেসবুক টাইমলাইনে ভিডিওটি পোস্ট করেন। আজ দুপুর ৩টায় ভিডিওটি আপলোড করার পর ২০৮ জন রিয়েক্ট করে, কমেন্ট হয় ২৪টি এবং শেয়ার হয় ১৬টি।

এ বিষয়ে র‍্যাব-১৪ জামালপুর ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুর রাজ্জাকের সাথে কথা হলে তিনি জানান, আওলাদ হোসেনকে গ্রেপ্তার করতে গেলে কয়েকশ লোক তাতে বাধা দেয়। একপর্যায়ে র‌্যাব অপ্রীতিকর ঘটনা এড়াতে আপাতত তাকে গ্রেপ্তার না করে ফিরে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *