Ridge Bangla

শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি (আদালতের সহায়ক বন্ধু) নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে বৃহস্পতিবার (১৯ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানকে এই মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী পূর্ণাঙ্গ শুনানি আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ট্রাইব্যুনাল-১-এ।

এর আগে, গত ৩০ এপ্রিল একটি বক্তব্যের সূত্র ধরে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ওঠে। ওইদিন ট্রাইব্যুনালে ২২৭ জনকে হত্যার অনুমতি দেওয়ার অভিযোগ সংবলিত শেখ হাসিনার একটি বক্তব্য উপস্থাপন করে প্রসিকিউশন আদালত অবমাননার মামলা দায়ের করে।

পরবর্তীতে ২৫ মে ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও মামলার অপর আসামি গাইবান্ধার যুবলীগ নেতা শাকিল আহমেদ বুলবুলকে ৭ দিনের মধ্যে হাজির হতে নির্দেশ দেয় এবং এই নির্দেশনা দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করতে বলা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে কিংবা ৩ জুন নির্ধারিত শুনানির দিনেও কোনো আসামি বা তাদের পক্ষে কোনো আইনজীবী আদালতে হাজির হননি।

এ প্রেক্ষিতে আদালত অ্যামিকাস কিউরি নিয়োগের সিদ্ধান্ত নেয়, যাতে মামলার বিচারিক কার্যক্রম সঠিকভাবে ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা যায়। আদালত অবমাননার এই মামলাটি চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন