বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুম ও হত্যাকাণ্ডের জন্য দায়ী এবং তার বিচার অবশ্যই বাংলাদেশের মাটিতেই হতে হবে। শুক্রবার (২২ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সামনে ‘মায়ের ডাক’ আয়োজিত আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে মানববন্ধন ও প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এখনো পর্যন্ত গুম কমিশনের প্রতিবেদন প্রকাশ্যে আনতে কিংবা পাবলিক শুনানির ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে। এতে গুম হওয়া ব্যক্তিদের পরিবার দীর্ঘদিন ধরে যে কান্না-আকুতি করছে, তার কোনো প্রতিকার পাওয়া যায়নি। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই বিষয়ে জনগণের কাছে জবাবদিহি করা জরুরি।
তিনি আরও বলেন, বিএনপি সবসময় দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের পাশে আছে। আমাদের নেতারা বছরের পর বছর মিথ্যা মামলা, গ্রেপ্তার ও হয়রানির শিকার হয়েছেন। তাই কেউ যেন মনে না করে যে বিএনপি ক্ষমতায় গেলে অপরাধীরা বিচার এড়িয়ে যাবে। নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে এসব বিচার একদিন নিশ্চিত করা হবে।
গুমের শিকারদের পরিবারকে আশ্বস্ত করে ফখরুল বলেন, জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না। যারা পিতা, ভাই বা সন্তান হারিয়েছেন, তারা একদিন ন্যায়বিচার পাবেন। তিনি বলেন, গুমের মতো জঘন্য অপরাধের বিচার না হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হতে পারে না।