Ridge Bangla

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছ থেকে কাঙ্ক্ষিত সাড়া মেলেনি: পররাষ্ট্র উপদেষ্টা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে ভারত সরকারের কাছে পাঠানো চিঠির বিষয়ে এখনো কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সোমবার (৪ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ শীর্ষক এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

তিনি বলেন, “বাংলাদেশ অপেক্ষা করছে। শেখ হাসিনার বিচার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। কেউ আসুক বা না আসুক, বিচার থেমে থাকবে না।”

আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, “সরকার প্রয়োজন মনে করলে সহযোগিতা নেবে। তবে আপাতত এ মুহূর্তে তেমন প্রয়োজন দেখছি না।”

ভারতের সীমান্ত থেকে পুশইনের বিষয়ে তিনি বলেন, “ভারত থেকে পুশইন অব্যাহত রয়েছে। কেউ যদি অবৈধভাবে সেখানে থাকে এবং জানানো হয়, আমরা ব্যবস্থা নেব। কিন্তু তারা নিয়ম ভেঙে পুশইন করছে।”

ভিসা জটিলতা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা জানান, “সার্টিফিকেট প্রদানকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করা হচ্ছে। ভুয়া কাগজপত্র নিয়ন্ত্রণে কাজ চলছে। বিশ্বাস হারানো সহজ, কিন্তু তা ফিরিয়ে আনা কঠিন; আমরা সেই কঠিন কাজটাই করছি।”

এ সময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আসন্ন ঢাকা সফর নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে ক্ষমা প্রার্থনার বিষয়টি বৈঠকের এজেন্ডায় কোনো বাধা হবে না।”

ভারতের প্রভাব নিয়ে প্রশ্ন করা হলে তৌহিদ হোসেন বলেন, “বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের মধ্যে ভারত কোনো প্রতিবন্ধকতা হবে না।”

আরো পড়ুন