শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করায় কয়েকজন তারকার বিরুদ্ধে ক্ষোভ দেখিয়েছে ছাত্র-জনতা। তাদের অভিযোগ, এসব তারকা সাংস্কৃতিক ফ্যাসিবাদকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন। এ কারণে শনিবার (১৬ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তাদের ছবিতে জুতা নিক্ষেপ করে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
আয়োজকরা এ কর্মসূচিকে ‘মুজিববাদী ও সাংস্কৃতিক ফ্যাসিজমবিরোধী প্রতিরোধ’ হিসেবে অভিহিত করেছেন। তারা দাবি করেন, যেসব তারকা শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে স্ট্যাটাস দিয়েছেন, তারা মূলত একপ্রকার সাংস্কৃতিক স্বৈরাচারকে লালন করছেন।
প্রতিবাদকারীরা জয়া আহসান, চঞ্চল চৌধুরী, শাকিব খান, সাকিব আল হাসান, নাজিফা তুষি, আব্দুল নূর তুষার, ফারাবি হাফিজ এবং ব্যান্ড আর্টসেলের লিঙ্কনসহ একাধিক তারকার ছবি টানিয়ে তাতে জুতা নিক্ষেপ করেন। এ সময় তাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানও দেওয়া হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সামিউল হক বলেন, “বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট সরকার শুধু রাজনীতি ও অর্থনীতিতেই নয়, সংস্কৃতি অঙ্গনেও ফ্যাসিজম চাপিয়ে দিয়েছে। মুজিববাদী চেতনার নামে গড়ে তোলা হয়েছিল সাংস্কৃতিক স্বৈরাচার। জুলাইয়ের গণঅভ্যুত্থানে আমরা তা রক্ত দিয়ে পরাজিত করেছি। অথচ এখন কিছু তথাকথিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব পুরোনো বাকশালি বয়ান ফিরিয়ে আনার চেষ্টা করছে।”
তিনি আরও বলেন, তাদের এই প্রতিরোধ কোনো ব্যক্তিগত আক্রোশ নয়, বরং সাংস্কৃতিক ফ্যাসিবাদকে পুনঃপ্রতিষ্ঠার অপচেষ্টার বিরুদ্ধে একটি রাজনৈতিক ও সামাজিক অবস্থান। বিক্ষোভকারীরা জানান, এ ধরনের কর্মসূচির মাধ্যমে তারা পরিষ্কার বার্তা দিতে চান ছাত্র-জনতা সাংস্কৃতিক স্বৈরাচারের পুনর্জাগরণ কখনোই মেনে নেবে না।