Ridge Bangla

শুল্ক অস্থিরতার মুখে নতুন বাণিজ্য দূত নিয়োগ করেছে চীন

চলমান বাণিজ্যযুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির প্রেক্ষাপটে চীন হঠাৎ করেই একজন নতুন বাণিজ্য দূত নিয়োগ দিয়েছে। বেইজিং বলছে, যুক্তরাষ্ট্রের “শুল্ক বাধা ও বাণিজ্যিক হুমকি” বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এই পরিস্থিতি থেকে উত্তরণ এবং আন্তর্জাতিক বাণিজ্যে চীনের অবস্থান আরও সুসংহত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন বাণিজ্য দূত হিসেবে নিয়োগ পেয়েছেন ৫৮ বছর বয়সী লি চেংগাং। তিনি এর আগে সহকারী বাণিজ্যমন্ত্রী এবং বিশ্ব বাণিজ্য সংস্থায় (WTO) চীনের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমান উপ-বাণিজ্যমন্ত্রী ও অর্থনীতিবিদ ওয়াং শোওয়েনের স্থলাভিষিক্ত হচ্ছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আমলে চীনা পণ্যের ওপর ১০% থেকে শুরু করে সর্বোচ্চ ১৪৫% পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে। এর জেরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। তবে চীন এই শুল্ক আরোপের বিরুদ্ধে পিছু হটার কোনো লক্ষণ দেখায়নি।

বুধবার বেইজিং সরকার জানায়, ২০২৫ সালের প্রথম প্রান্তিকে—জানুয়ারি থেকে মার্চ—তাদের জিডিপি বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে ৫.৪%, যা বিশ্লেষকদের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। তা সত্ত্বেও চীনা কর্মকর্তারা সতর্ক করে বলছেন, মার্কিন শুল্ক নীতির কারণে আগামী দিনে অর্থনৈতিক চাপ আরও বাড়তে পারে।

উভয় দেশই শুল্ক সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনায় আগ্রহ প্রকাশ করলেও এখন পর্যন্ত কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে বৈঠকের উদ্যোগ নেয়নি। এই পরিস্থিতিতে বাণিজ্য কূটনীতি জোরদারে নতুন দূতের এই নিয়োগকে কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আরো পড়ুন