‘নীলচক্র’ সিনেমায় আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তীর অন-স্ক্রিন রোমান্স দর্শকের হৃদয় জয় করেছে। ছবির প্রচারণা পর্বে তাদের হাসি-আড্ডা, ঘনিষ্ঠ মুহূর্ত ও একে অপরকে প্রশংসায় ভাসানো দেখে অনেকেই ভাবতে শুরু করেন, সম্পর্কটা কি শুধু পর্দায় সীমাবদ্ধ, নাকি বাস্তবেও কিছু চলছে?
সামাজিক মাধ্যমে শুভ-মন্দিরাকে একসঙ্গে দেখতে চেয়ে অনেকেই মন্তব্য করেছেন, কেউ কেউ তো সরাসরি ‘বিয়ের প্রস্তাব’ও দিয়ে বসেছেন। এই গুঞ্জনের জবাব দিতে এবার মুখ খুলেছেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে মন্দিরা বলেন, “এই সিনেমা আমার জীবনের দ্বিতীয় কাজ। ভাবিনি এত সাড়া পাব। প্রতিটি পোস্টে একটাই কথা থাকে—‘আপনারা বিয়ে করে ফেলুন!’ এটা দেখে আমি অবাক।”
তিনি আরও স্পষ্ট করে বলেন, “শুভ ভাই একজন দারুণ শিল্পী। তার অভিনয় দেখেই আমি মুগ্ধ হয়েছি। তবে আমাদের সম্পর্ক একান্তই পেশাদার। ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। দর্শকদের ভালোবাসায় আমি কৃতজ্ঞ, কিন্তু বাস্তবে এমন কিছু সম্ভব নয়।”
‘নীলচক্র’ পরিচালনা করেছেন মিঠু খান। ছবির রোমান্টিক দৃশ্যগুলোতে শুভ ও মন্দিরার রসায়ন প্রশংসা কুড়িয়েছে। অনেকে মনে করছেন, এই জুটিকে পর্দার বাইরেও একসঙ্গে দেখতে চাওয়ার কারণেই গুঞ্জন ছড়িয়েছে।
তবে মন্দিরা একদম পরিষ্কার করে জানিয়েছেন—গুজবে কান দিচ্ছেন না, বরং দর্শকদের ভালোবাসাকে সঙ্গী করেই পেশাগতভাবে এগিয়ে যেতে চান তিনি।