ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠককে ভালো বলে আখ্যায়িত করেছেন। একইসাথে শুধু বন্ধু রাষ্ট্র এবং অস্ত্রই তাদের উদ্ধার করতে পারে বলে মন্তব্য করেছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ইউক্রেনের হারানো ভূখণ্ড পুনরুদ্ধারের মন্তব্য প্রসঙ্গে তিনি সরাসরি কিছু বলেননি।
বুধবার (২৪ সেপ্টেম্বর) এক বক্তব্যে জেলেনস্কি বলেন, আধুনিক বিশ্বে কোনো আন্তর্জাতিক আইন বা জাতিসংঘের প্রস্তাব নয়, বরং শুধু বন্ধু আর অস্ত্রই দেশকে রক্ষা করতে পারে। তার মতে, প্রতিটি দেশের এখন একটি সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে—তারা কি শান্তির পথ বেছে নেবে, নাকি রাশিয়ার সঙ্গে বাণিজ্য করে যুদ্ধকে আরও দীর্ঘায়িত করবে।
তিনি সতর্ক করে বলেন, যারা রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক চালিয়ে যাচ্ছে, তারা আসলে ইউক্রেনের যুদ্ধবন্দি, অপহৃত শিশু এবং জিম্মিদের মুক্তিকে বিলম্বিত করছে। এভাবে রাশিয়ার অর্থনীতিকে শক্তিশালী করার মাধ্যমে তারা পরোক্ষভাবে আগ্রাসনকেও সমর্থন দিচ্ছে।
জেলেনস্কির এই মন্তব্য স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে ইউক্রেন আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক সমর্থনের চেয়েও বেশি কিছু চাইছে। তার দেশের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কার্যকর সামরিক সহায়তা এবং দৃঢ় রাজনৈতিক অবস্থান।