Ridge Bangla

শুটিং সেটে আহত সালমান খান

বলিউড সুপারস্টার সালমান খান নতুন সিনেমা ‘দ্য ব্যাটল অব গালওয়ান’-এর শুটিং সেটে আহত হয়েছেন। অপূর্ব লাখিয়া পরিচালিত এই সিনেমার শুটিং হয়েছে লাদাখে। খবরটি প্রথম প্রকাশ করে পিঙ্কভিলা।

একটি সূত্র পিঙ্কভিলাকে জানিয়েছে, “সালমান খান এবং পুরো টিম মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শুটিং করেছেন। শরীরের চোট সত্ত্বেও তিনি কম অক্সিজেন এবং চরম আবহাওয়ার সঙ্গে লড়াই করেছেন।”

সালমান এই সিনেমায় কর্ণেল সন্তোষ চরিত্রে অভিনয় করছেন এবং সম্পূর্ণভাবে নিজেকে ঢেলে দিয়েছেন। শুটিং চলাকালীন তিনি ছোটখাটো কিছু আঘাত পান। বর্তমানে তিনি এক সপ্তাহ বিশ্রামে থাকবেন। এরপর মুম্বাইয়ে সিনেমার দ্বিতীয় ধাপের শুটিংয়ে অংশ নেবেন। লাদাখে মোট ৪৫ দিনের শুটিং হয়েছে, যার মধ্যে সালমান ১৫ দিন অংশ নিয়েছেন। সিনেমার বড় কিছু অ্যাকশন দৃশ্যের জন্য মুম্বাইয়ে বিশাল সেট তৈরি করা হবে। সেখানে বহু অভিনেতা সেনাবাহিনীর চরিত্রে অভিনয় করবেন।

সূত্র আরও জানিয়েছে, “দ্বিতীয় ধাপের শিডিউলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে শুধু অ্যাকশন নয়, আবেগঘন দৃশ্যও শুট হবে।”

‘দ্য ব্যাটল অব গালওয়ান’ ২০২০ সালের জুনে ভারত-চীন সামরিক সংঘর্ষের ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে। সালমান চরিত্রের জন্য শারীরিকভাবে বিভিন্ন পরিবর্তনও করেছেন। সিনেমার গল্পের কেন্দ্রবিন্দুতে থাকবে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সৈন্যদের সংঘর্ষ এবং কর্ণেল বিকুমা সন্তোষ বাবুর ভূমিকায় সালমানের কাহিনী। এই সিনেমা নির্মাণের লক্ষ্য দর্শকদের কাছে যুদ্ধের বাস্তবতা এবং চরিত্রের আবেগ উভয়ই পৌঁছে দেওয়া।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৪

আরো পড়ুন