Ridge Bangla

শুটিং শেষে ফেরার পথে শ্লীলতাহানির শিকার অভিনেত্রী ঐন্দ্রিলা সরকার

টলিউড অভিনেত্রী ঐন্দ্রিলা সরকার শুটিং শেষ করে বাড়ি ফেরার পথে শ্লীলতাহানির শিকার হয়েছেন। ঘটনায় অজ্ঞাত পরিচয়ের চার যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। বুধবার (১৭ জুলাই) গভীর রাতে কলকাতার যাদবপুরের সুলেখা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সেদিন রাতে চার বন্ধুকে নিয়ে ঐন্দ্রিলা সুলেখা মোড়ের এক চায়ের দোকানে যান। সেখান থেকে চা খেয়ে অনলাইনে খাবার অর্ডার করছিলেন। রাত তখন প্রায় তিনটা। এ সময় পাশ দিয়ে যাওয়া একটি গাড়ি থেকে থাকা চার যুবক তাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করে। প্রথমে বিষয়টি উপেক্ষা করলেও কিছুক্ষণ পর তারা গাড়ি থামিয়ে আরও অশ্লীল মন্তব্য ও অঙ্গভঙ্গি করতে থাকে।

ঐন্দ্রিলা বলেন, “আমরা ওদের ভদ্রভাবে বলছিলাম, কিন্তু তারা উল্টো তেড়ে আসে, আমার গায়ে হাত তোলে, শ্লীলতাহানির চেষ্টা করে। আমার বন্ধুরা বাধা দিলে ওরা আরও আগ্রাসী হয়ে ওঠে।” ঠিক সেই সময় পুলিশের একটি পেট্রোলিং গাড়ি ঘটনাস্থলে পৌঁছায় এবং চার যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

তবে থানায় গিয়েও অভিযুক্তরা হুমকি দিতে থাকে। ঐন্দ্রিলা জানান, “ওরা বলছিল, থানার বাইরে গেলে আমাদের অ্যাসিড মেরে মুখ ঝলসে দেবে। এমনকি পুলিশকেও হুমকি দিচ্ছিল।”

প্রথমে পুলিশ বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও অভিযোগকারীর অনড় অবস্থানের কারণে পরে আনুষ্ঠানিকভাবে এফআইআর দায়ের করা হয়। ঐন্দ্রিলা বলেন, “আমি ঠিক করেছি, যেকোনো হুমকি উপেক্ষা করেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো।”

পুলিশ জানায়, লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। টলিউড ও সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনায় নিন্দার ঝড় বইছে। অনেকেই ঐন্দ্রিলার সাহস ও দৃঢ়তার প্রশংসা করেছেন।

আরো পড়ুন