বর্তমানে জনপ্রিয় ধারাবাহিক ‘রাঙামতী তিরন্দাজ’-এর অন্যতম মুখ অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। টেলিভিশন ইন্ডাস্ট্রিতে আজ তাঁর অবস্থান সুদৃঢ় হলেও এই অবস্থানে পৌঁছাতে তাঁকে লড়তে হয়েছে বহু প্রতিকূলতার সঙ্গে।
সম্প্রতি জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ওয়ান’-এ অংশ নিয়ে নিজের সংগ্রামী জীবনের কথা তুলে ধরেন সুদীপ্তা। জানান, ছোটবেলা থেকেই তাঁর অভিনয়ের প্রতি আকর্ষণ ছিল, কিন্তু পরিবারে কেউই এ পেশার সঙ্গে যুক্ত ছিলেন না। তাই নিজেই খুঁজে নিতে হয়েছে পথ।
সবচেয়ে কষ্টের অভিজ্ঞতা হিসেবে তিনি বলেন, “একবার শুটিংয়ে যাওয়ার জন্য আমার দুটো কানের দুল বিক্রি করতে হয়েছিল। কারণ তখন শুটিংয়ের পর পারিশ্রমিক মিলত, কিন্তু শুটিং স্পটে পৌঁছানোর জন্য যাতায়াতের খরচ জোগাড় করাটাই ছিল সবচেয়ে কঠিন।”
এই আত্মত্যাগ, সংগ্রাম আর অদম্য ইচ্ছাশক্তির ফলেই আজ তিনি সফল। ব্যক্তিগত জীবনেও সুখী সংসার গড়ে তুলেছেন রাজনীতিক সৌম্য বক্সীর সঙ্গে। টিভি পর্দায় তাঁর উপস্থিতি এখন দর্শকদের কাছে আস্থার প্রতীক।
বর্তমানে প্রচারিত ‘রাঙামতী তিরন্দাজ’ ধারাবাহিকটি টিআরপি-র দৌড়ে এগিয়ে, আর দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন সুদীপ্তা তাঁর নিখুঁত অভিনয়ের মাধ্যমে।
সুদীপ্তা বলেন, “আজ যখন পেছনে ফিরে দেখি, তখন মনে হয় সেই কষ্টগুলোই আমাকে গড়ে তুলেছে। আমার লড়াইটা সার্থক হয়েছে।”
তিনি শুধু একজন অভিনেত্রী নন, বরং সংগ্রামী নারীদের জন্য এক অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন।