Ridge Bangla

শুটিংয়ে গুরুতর আহত প্রিয়াঙ্কা চোপড়া

বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে হলিউডে সফলভাবে কাজ করছেন। লস অ্যাঞ্জেলেসে স্বামী নিক জোনাসের সঙ্গে সুখী দাম্পত্যজীবন কাটানোর পাশাপাশি তিনি আন্তর্জাতিক পর্দায় নিজের অবস্থান দৃঢ় করেছেন একাধিক জনপ্রিয় সিরিজ ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি হলিউডে কাজের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন। সেখানে তিনি উল্লেখ করেন, আসন্ন হলিউড সিনেমা ‘হেড অফ স্টেট’-এর শুটিং চলাকালে তিনি এক ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হন।

প্রিয়াঙ্কা বলেন, “একটি অ্যাকশন দৃশ্যে ক্লোজ শট নেওয়ার জন্য আমার কোমরে ভারী একটি ক্যামেরা বক্স বাঁধা ছিল। তখন প্রবল বৃষ্টি হচ্ছিল। ‘অ্যাকশন’ বলার সঙ্গে সঙ্গেই আমি পিছলে পড়ে যাই। পড়ে যাওয়ার সময় ক্যামেরা খুলে সোজা চোখের পাশে এসে পড়ে। এত জোরে লাগে যে চোখের পলক কেটে যায়। ভাগ্য ভালো ছিল, চোখটি রক্ষা পেয়ে যায়।”

এই মারাত্মক দুর্ঘটনার পরও তিনি শুটিং বন্ধ করেননি। সাহসিকতার পরিচয় দিয়ে তিনি বলেন, “আমি ওই অবস্থাতেও পুরোদিন শুটিং শেষ করি। বিষয়টি কঠিন ছিল, কিন্তু দায়িত্বের জায়গা থেকে সরে আসিনি।”

প্রিয়াঙ্কা অভিনীত ‘হেড অফ স্টেট’ মুক্তি পেতে যাচ্ছে আগামী মাসে। এই রাজনৈতিক থ্রিলারধর্মী ছবিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন হলিউড তারকা ইদ্রিস এলবা ও অভিনেতা-রেসলার জন সিনা। সিনেমাটিতে থাকবে অ্যাকশন, কমেডি এবং নাটকীয়তার সমন্বয়।

এই অভিজ্ঞতা প্রকাশ করে প্রিয়াঙ্কা আবারও প্রমাণ করলেন, তিনি কেবল একজন তারকা নন—একজন পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ শিল্পীও বটে।

আরো পড়ুন