নরসিংদীর শীলমান্দি এলাকায় এন. আর নামের একটি স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে হঠাৎ করেই মিলের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। এতে মুহূর্তেই দাউদাউ করে জ্বলে ওঠে মিলের তুলা ও সূতার মজুদঘর।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপপরিচালক শিমুল মোহাম্মদ রফি জানান, খবর পেয়ে মাধবদী ও নরসিংদী সদর স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দেয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও এরই মধ্যে দুইটি তুলার গোডাউন সম্পূর্ণ পুড়ে যায়।
কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ১০টা ৫ মিনিটে কাছাকাছি বৈদ্যুতিক তারে গাছের স্পর্শে স্পার্ক সৃষ্টি হয়। সেই স্ফুলিঙ্গ থেকেই আগুনের সূচনা, যা দ্রুতই মিলের ভেতরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহারের পাশাপাশি দমকল বাহিনীর সঙ্গে কারখানার শ্রমিক এবং স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে যোগ দেন।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হলো এবং কতটুকু ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিলের বিশাল পরিমাণ তুলা ও সূতা পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।