Ridge Bangla

শীর্ষ তারকাদের ব্যাংক হিসাব জব্দ, তালিকায় মৌসুমী-নুসরাত ফারিয়াও

আয়কর পরিশোধে গড়িমসি করায় দেশের শোবিজ অঙ্গনের একাধিক তারকার ব্যাংক হিসাব সাময়িকভাবে জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি এনবিআরের প্রকাশিত একটি প্রজ্ঞাপনে মোট ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে, যাদের ব্যাংক হিসাব সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই তালিকায় রয়েছেন চলচ্চিত্র ও বিনোদন অঙ্গনের জনপ্রিয় মুখরাও।

তালিকার শুরুতেই রয়েছে ঢাকাই সিনেমার সুপরিচিত অভিনেত্রী মৌসুমী ও অভিনেতা বাপ্পারাজের নাম। পাশাপাশি আছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় দুই তারকা নুসরাত ফারিয়া ও সাবিলা নূর।

এনবিআরের এক রাজস্ব কর্মকর্তা জানান, “যেসব তারকা নির্ধারিত সময়ের মধ্যে আয়কর পরিশোধ করেননি, তাদের ব্যাংক হিসাব সাময়িকভাবে জব্দ করা হয়েছে। ইতোমধ্যে কয়েকজন কর পরিশোধ করেছেন, কেউ কেউ সময় চেয়েছেন। তারা কর পরিশোধ করলেই হিসাব স্বাভাবিক হবে।”

তবে এ নিয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কোনো তারকা প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। মৌসুমী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তার প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি। অন্যদিকে নুসরাত ফারিয়া, সাবিলা নূরসহ অন্যান্য তারকারা নিজেদের চলমান কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন বলে জানা গেছে।

এনবিআরের এই পদক্ষেপ শোবিজ অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ বিষয়টিকে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে দেখলেও, অনেকেই তারকাদের আর্থিক দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলছেন। তবে এনবিআরের কর্মকর্তারা বলছেন, কর সংক্রান্ত এমন জটিলতা নিয়মিতভাবে দেখা যায় এবং সময়মতো পরিশোধ করলেই তা সহজেই সমাধানযোগ্য।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন