Ridge Bangla

শিশু সিরাজের ইউটিউব আয়ে গ্রামের স্কুল হয়ে উঠল আধুনিক শিক্ষার কেন্দ্র

পাকিস্তানের গিলগিত-বালতিস্তানের এক দুর্গম গ্রাম থেকে উঠে আসা জনপ্রিয় শিশু ইউটিউবার মোহাম্মদ সিরাজ ও তার বোন মুসকান শুধু ডিজিটাল দুনিয়ায় খ্যাতি অর্জন করেননি, বরং সেই আয়ের অর্থ দিয়ে গ্রামের উন্নয়নে অবদান রেখেছেন। বিশেষ করে গ্রামের একটি জরাজীর্ণ স্কুলকে আধুনিক রূপে গড়ে তুলেছেন, যা এখন পরিচিত ‘জাকি একাডেমি’ নামে।

সিরাজ ও মুসকান তাদের ইউটিউব চ্যানেলে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও সহজ-সরল জীবনের চিত্র তুলে ধরে লাখো দর্শকের ভালোবাসা পেয়েছেন। এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তারা নিজেদের গ্রামের শিশুদের জন্য একটি আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলেন। সিরাজের বাবা মোহাম্মদ তাকি জানান, স্কুলের পূর্ববর্তী অবস্থাটা করুণ ছিল। শিশুদের খোলা আকাশের নিচে ক্লাস করতে হতো, অনেকের পায়ে জুতো ছিল না, কারও ছিল না ইউনিফর্ম। মৌলিক কোনো সুযোগ-সুবিধা ছিল না। শিশুদের শিক্ষার উন্নয়নের জন্য সিরাজ ও মুসকান ইউটিউব আয়ের বড় অংশ ব্যয় করেছেন। এছাড়া পাশে ছিলেন দাতা ফৌজিয়া জাকি ও তাঁর ভাতিজি জেহরা জাইদি, যারা জমি কেনা ও নির্মাণের সব ব্যয়ভার বহন করেন। এক থেকে দেড় বছরের মধ্যে স্কুলটি আধুনিক রূপে গড়ে উঠে।

বর্তমানে জাকি একাডেমি–তে রয়েছে আধুনিক শ্রেণিকক্ষ, কম্পিউটার ল্যাব, ক্যানটিন, খেলাধুলার মাঠ এবং শিশুদের জন্য নিরাপদ পরিবেশ। সিরাজ সাম্প্রতিক এক ভিডিও বার্তায় বলেন, “যে কাজই করুন, নিয়ত পরিষ্কার রাখুন। আল্লাহ সফলতা দেবেন। তবে অন্যদের জন্য কিছুটা হলেও ভালো কাজ করতে হবে।”

২০২৪ সালের শুরুতে সিরাজ ভাইরাল হন তার গ্রামের দৈনন্দিন জীবনের ভিডিও দিয়ে। বর্তমানে তার ইনস্টাগ্রামে ২২ লাখ, ফেসবুকে ২৪ লাখ, এবং ইউটিউবে ১৮ লাখ ফলোয়ার রয়েছে, যা তার প্রভাব ও জনপ্রিয়তার পরিচায়ক।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৯

আরো পড়ুন