Ridge Bangla

শিল্পাকে বিয়ে করতে কঠিন শর্ত মানতে হয়েছিল রাজ কুন্দ্রাকে

বলিউডের অভিনেত্রী শিল্পা শেট্টিকে বিয়ে করতে গিয়ে বিশেষ কিছু শর্ত মানতে হয়েছিল ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ নিজেই এই তথ্য জানিয়েছেন। রাজ বলেন, “শিল্পা প্রথম থেকেই আমাকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তিনি কোনো বিদেশি নাগরিক বা এনআরআইকে বিয়ে করবেন না। তিনি চাইতেন ভারতেই থাকবেন। তাই শিল্পাকে বিয়ে করতে হলে আমাকে লন্ডন ছেড়ে মুম্বাইয়ে বসবাস করতে হয়েছিল।”

রাজ আরও জানান, তখন তার ভারতে কোনো সম্পত্তি ছিল না। তবে তিনি দ্রুত রিয়েল এস্টেট এজেন্টের মাধ্যমে একটি ফ্ল্যাট কিনেন এবং এরপর শিল্পাকে বিয়ের প্রস্তাব দেন। দুইজনের পরিচয় হয়েছিল ২০০৭ সালে। তখন রাজ ব্যবসার কাজের জন্য দুবাইতে অবস্থান করছিলেন। শিল্পার এক ম্যানেজারের মাধ্যমে তাদের প্রথম দেখা হয়। বন্ধুত্ব থেকেই সম্পর্ক গাঢ় হয় এবং পরবর্তীতে তারা বিবাহের সিদ্ধান্ত নেন।

সম্প্রতি রাজ কুন্দ্রা ও শিল্পা বৃন্দাবনে যান। সেখানে তারা সাক্ষাৎ করেন আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের সঙ্গে। গুরু মহারাজের দুই কিডনি অকেজো থাকায় রাজ প্রস্তাব দেন নিজের কিডনি দিতে। যদিও মহারাজ তার এই প্রস্তাব গ্রহণ করেননি।

রাজ কুন্দ্রার এই উদ্যোগ ও শিল্পার শর্ত মানার গল্প দুজনের সম্পর্কের গভীরতা এবং একে অপরের প্রতি সম্মানকে তুলে ধরে। তাদের জীবনেই ব্যক্তিগত এবং সামাজিক দায়িত্বের সমন্বয় স্পষ্ট। শিল্পা ও রাজের গল্প দেখায়, ভালোবাসা শুধু আবেগ নয়, সঙ্গে আসে বোঝাপড়া, ত্যাগ এবং পারস্পরিক শ্রদ্ধা। এমনই দৃঢ় সম্পর্কের কারণেই তারা আজও বলিউডের আলোচিত দম্পতি হিসেবে থাকেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন