Ridge Bangla

শিবির-ছাত্রদল সংঘর্ষে বরিশালে আহত ২৫

বরিশালের মুলাদী উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মুলাদী কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছয়জনকে গুরুতর অবস্থায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় পরবর্তী অবস্থা নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করে।

সংঘর্ষের জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করছে। শিবিরের দাবি, তাদের পূর্বপরিকল্পিত অনার্স প্রথম বর্ষের ছাত্রদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতির জন্য শিবির কর্মীরা উপজেলার কলেজে যায়। এসময় ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। অন্যদিকে ছাত্রদলের অভিযোগ, শিবির তাদের নেতা তারেক রহমানকে উদ্দেশ্য করে কটূক্তি করলে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

মুলাদী থানার ওসি সফিকুল ইসলাম জানান, বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। তবে বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়ন করা হয়েছে। ছাত্রদল ও শিবির উভয় পক্ষই মৌখিক অভিযোগ করেছে, তবে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন