Ridge Bangla

শিবলী রুবাইয়াতের ১০ তলা বাণিজ্যিক ভবন জব্দের নির্দেশ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলামের নামে সাভারে অবস্থিত একটি ১০ তলা বাণিজ্যিক ভবন জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৮ জুলাই) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এই আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজিল আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে দুদকের পক্ষে দেওয়া আবেদনে বলা হয়, শিবলী রুবাইয়াত ভুয়া পণ্য রপ্তানি, দায়িত্বে অবহেলা ও দুর্নীতির মাধ্যমে তিন লাখ ৬১ হাজার মার্কিন ডলার দেশে এনেছেন। এর মধ্যে দুই লাখ ২৬ হাজার ৩০৮ ডলার ঘুষ হিসেবে গ্রহণ করেন তিনি, যা ভুয়া বাড়ি ভাড়ার কাগজপত্র দেখিয়ে আড়াল করা হয়।

দুদক আরও জানায়, এই অর্থ মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি দমন কমিশন আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য। অবৈধভাবে অর্জিত অর্থ দিয়ে তিনি সাভারে ১৫ কাঠা জমির ওপর একটি ১০ তলা বাণিজ্যিক ভবন নির্মাণ করেছেন বলে অভিযোগ রয়েছে। রাষ্ট্রীয় স্বার্থ এবং চলমান মামলার তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে ভবনটি জব্দ করা হয়েছে।

প্রসঙ্গত, শিবলী রুবাইয়াতের বিরুদ্ধে অর্থ পাচার ও দুর্নীতির একাধিক মামলা চলমান রয়েছে, যা বর্তমানে তদন্তাধীন।

আরো পড়ুন