মাদারীপুরের শিবচরে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণকালে আওয়ামী লীগের হামলার অভিযোগ উঠেছে। সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৮টার দিকে চরশ্যামাইল এলাকার পৌরভবন ২ এর কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ও আহতরা জানান, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মনোনয়ন প্রত্যাশী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থনে লিফলেট বিতরণে বের হলে শিবচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা বাবুল ফকিরের ছেলে ও নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের নেতা সুমন ফকিরের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
হামলায় অন্তত ২০ জন আহত হয়। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। মোটরসাইকেল ভাঙচুরের পাশাপাশি আহতরা খাল-বিল সাঁতরে প্রাণে বেঁচে ফিরে আসার ঘটনাও ঘটেছে।
হাসপাতালে ভর্তি আহতরা বলেন, তারা লিফলেট বিতরণের সময় একযোগে কয়েকশ’জনের হাতে অস্ত্র নিয়ে হামলার মুখে পড়েন। পরিস্থিতি ভয়াবহ ছিল। শিবচর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম বলেন, “আমরা আহতদের খোঁজ খবর নিচ্ছি এবং ঘটনাস্থলে পুলিশ টিম মোতায়েন করা হয়েছে।” অভিযুক্ত সুমন ফকির ও অন্যান্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা পাওয়া যায়নি। হামলার বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে শিবচর থানা জানায়।