Ridge Bangla

শিগগির বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু হবে: পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হতে পারে। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মিলনায়তনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ভিসা প্রক্রিয়া সহজ হওয়ায় দুই দেশের মানুষের যাতায়াতের পাশাপাশি পণ্য আমদানি-রপ্তানিও দ্রুততর হবে। এ বিষয়ে দুদেশের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এছাড়া জাহাজ চলাচলও বাড়ানো হবে।

পাকিস্তানি ব্যবসায়ীরা বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক জোরদার করতে আগ্রহী উল্লেখ করে তিনি বলেন, পরিবর্তিত বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি নতুন সুযোগ তৈরি করেছে। সাম্প্রতিক সময়ে একাধিক বাণিজ্য প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছে। জাম কামাল খান বলেন, কৃষি, বিজ্ঞান ও অন্যান্য খাতে যৌথ সহযোগিতা এবং বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ আগস্ট দুদেশের মধ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে, যা বাণিজ্য ও বিনিয়োগের রোডম্যাপ তৈরি করবে।

চট্টগ্রাম চেম্বারের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা বলেন, বাংলাদেশের পাকিস্তান থেকে প্রতি বছর ৭০০ মিলিয়ন ডলারের বেশি পণ্য আমদানি হলেও রপ্তানি মাত্র ৫৮ মিলিয়ন ডলার। পোশাক খাত ছাড়াও ওষুধ, স্বাস্থ্যসেবা, চামড়াজাত, আইসিটি, ডিজিটাল সেবা, জাহাজ, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ খাতে বড় সুযোগ রয়েছে। সভায় বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দিন, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাওসার চৌধুরী ও চেম্বারের নেতারা বক্তব্য দেন।

শেষে জাম কামাল খান চট্টগ্রাম বন্দরের কার্যক্রমও পরিদর্শন করেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন