Ridge Bangla

শিক্ষা সচিব জোবায়েরকে প্রত্যাহার

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানির ঘটনার পর, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে নিশ্চিত করেন জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্য সচিব মাহফুজ আলম।

সোমবারের ভয়াবহ দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ১৬৫ জনের বেশি আহত হওয়ার ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক দিবস পালন করা হয়। কিন্তু একই দিনে এইচএসসি পরীক্ষা স্থগিত হবে কি না—এই প্রশ্নে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত ও পরিষ্কার সিদ্ধান্ত না আসায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার দুপুরে বিপুল সংখ্যক শিক্ষার্থী শিক্ষা সচিব ও উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে তারা সচিবালয়ের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ভাঙচুর চালায়। পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, যাতে অনেক শিক্ষার্থী আহত হয়।

এই উত্তপ্ত পরিস্থিতির জেরে সরকার দ্রুত সিদ্ধান্ত নিয়ে শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করে। উল্লেখ্য, ২০২৩ সালের ১৪ অক্টোবর তাকে চুক্তিভিত্তিক সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

বর্তমানে শিক্ষার্থীরা পরীক্ষার সময়সূচি পুনর্বিন্যাস এবং পরবর্তী পরীক্ষাগুলো স্থগিতের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। সরকার পরিস্থিতি শান্ত করতে আরও প্রশাসনিক সিদ্ধান্ত নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন