Ridge Bangla

শিক্ষার্থীদের ওপর পুলিশের বলপ্রয়োগ তদন্তে ডিএমপির তিন সদস্যের কমিটি

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের বলপ্রয়োগের ঘটনায় তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

কমিটির সভাপতি করা হয়েছে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলীকে। সদস্য হিসেবে রয়েছেন যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) সুফিয়ান আহমেদ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্বে আছেন উপপুলিশ কমিশনার (অর্থ) সাদেক আহমেদ।

ডিএমপি জানায়, বুধবার (২৭ আগস্ট) শাহবাগে শিক্ষার্থীরা দাবি আদায়ের কর্মসূচি শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’র দিকে যাত্রা করলে ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। শিক্ষার্থীরা ব্যারিকেড ভাঙতে গেলে পুলিশ বলপ্রয়োগ করে মিছিল ছত্রভঙ্গ করে।

অফিস আদেশে বলা হয়েছে, ঘটনার সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ সংগ্রহ করে পুলিশের বলপ্রয়োগের যৌক্তিকতা ও মাত্রা নিরূপণের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিকে। তিন কার্যদিবসের মধ্যে বিস্তারিত মতামত ও সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ডিএমপির কর্মকর্তারা জানান, প্রতিবেদন হাতে পেলে এ ঘটনার প্রেক্ষাপটে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তদন্তে পুলিশের আচরণ যথোপযুক্ত ছিল কি না, তা পর্যালোচনা করা হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন