ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ২০২৩ সালের সেরা ভারতীয় চলচ্চিত্র ও শিল্পীদের স্বীকৃতি দিয়ে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করেছে। গত ১ আগস্ট নয়াদিল্লিতে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হয়। এবারও দেশের বিভিন্ন ভাষার চলচ্চিত্র এবং নানাবিধ কলা ও প্রযুক্তিগত বিভাগে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
অভিনয়ে সেরার স্বীকৃতি পেয়েছেন যারা
-
সেরা অভিনেতা: শাহরুখ খান (‘জওয়ান’) ও বিক্রান্ত ম্যাসি (‘টুয়েলভথ ফেল’)
-
সেরা অভিনেত্রী: রানি মুখার্জি (‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’)
-
সেরা সহ-অভিনেত্রী: উর্বশী (‘উল্লঝুক্কু’) ও জানকী বদিওয়ালা (‘ভাশ’)
-
সেরা সহ-অভিনেতা: বিজয় রাঘবন (‘পুকালাম’) ও মুথুপেত্তাই সোমু ভাস্কর (‘পার্কিং’)
চলচ্চিত্র ও পরিচালনায় সেরা
-
সেরা চলচ্চিত্র: টুয়েলভথ ফেল
-
সেরা পরিচালক: সুদীপ্ত সেন (‘দ্য কেরালা স্টোরি’)
-
হিন্দি ভাষার শ্রেষ্ঠ চলচ্চিত্র: কাঁঠাল
-
সেরা ভিএফএক্স চলচ্চিত্র: হনুমান
-
সেরা শিশু চলচ্চিত্র: নাল ২
আঞ্চলিক ভাষার শ্রেষ্ঠ চলচ্চিত্র
-
তামিল: পার্কিং
-
বাংলা: ডিপ ফ্রিজ
-
মারাঠি: শ্যামচি আই
-
গুজরাটি: ভাশ
প্রযুক্তিগত বিভাগে পুরস্কার
সেরা মেকআপ, কস্টিউম ডিজাইন, সাউন্ড ডিজাইন, সিনেমাটোগ্রাফি ও গীত রচনার মতো টেকনিক্যাল বিভাগেও পুরস্কার প্রদান করা হয়।
অন্যান্য বিশেষ বিভাগে সম্মাননা
সেরা ডকুমেন্টারি, সেরা শর্ট ফিল্ম, সেরা নন-ফিকশন ফিল্ম, এবং সামাজিক বা পরিবেশগত বার্তাবাহী চলচ্চিত্রগুলোকেও বিশেষ সম্মান জানানো হয়েছে।
এবারের জাতীয় পুরস্কার শুধু তারকাখচিত সিনেমা নয়, বরং চলচ্চিত্র নির্মাণের নানান দিক, বৈচিত্র্য ও সৃজনশীলতাকেও সামনে এনেছে। এই আয়োজন যেমন ভারতীয় চলচ্চিত্রের গুণগত উৎকর্ষের স্বীকৃতি, তেমনি দেশীয় সংস্কৃতি ও আধুনিক চলচ্চিত্র মাধ্যমের মেলবন্ধনের এক উজ্জ্বল উদাহরণ।