Ridge Bangla

শাহরুখ খান খুবই আলাদা ধরনের মানুষ: শিবা চাড্ডার অভিজ্ঞতা

বলিউডের কিং খান শাহরুখ খানের সঙ্গে একাধিক সিনেমায় কাজ করার অভিজ্ঞতা নিয়ে স্মৃতিচারণ করেছেন অভিনেত্রী শিবা চাড্ডা। নব্বইয়ের দশকের শেষভাগে ‘দিল সে’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করা শিবা তাঁর কলেজের সিনিয়র শাহরুখকে শুধু সহ-অভিনেতা নয়, বরং এক অনুপ্রেরণার উৎস হিসেবেও দেখেন।

সিদ্ধার্থ কাননের পডকাস্টে শিবা জানান, ‘দিল সে’ সিনেমায় তাঁর চরিত্র ছিল খুব ছোট, এমনকি চরিত্রের নামও তাঁর মনে নেই। শুটিংয়ের সময় ডালহৌসিতে প্রথমবার শাহরুখের সঙ্গে সাক্ষাৎ তাঁর কাছে ছিল বিশেষ মুহূর্ত। মণীষা কৈরালা সেটে না থাকায় পরিচালক মণি রত্নম তাঁকে মণীষার বডি ডাবল হিসেবে হাঁটার দৃশ্যে অভিনয় করতে বলেন, যা তাঁর জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হয়ে থাকে।

শিবা আরও বলেন, “আমি ‘জিরো’ ও ‘রইস’ সিনেমায় শাহরুখের মায়ের চরিত্রে অভিনয় করেছি। কলেজে শাহরুখ আমার সিনিয়র ছিলেন, যদিও তাকে কখনো বলিনি। ‘রইস’ শুটিংয়ের সময় দিল্লিতে এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, আমার মায়ের চরিত্রে অভিনয় করা অভিনেত্রী অসাধারণ। এমন প্রশংসা আমার জন্য অনুপ্রেরণাদায়ক।”

তিনি শাহরুখের ভদ্রতা ও সম্মানের কথাও স্মরণ করেন। একটি আলিঙ্গনের দৃশ্যে শরীর স্পর্শের প্রয়োজন হলে, শাহরুখ আগে অনুমতি নিয়ে তবেই অভিনয় করেন। শিবা বলেন, “শুটিংয়ের আগে তিনি এসে জিজ্ঞেস করেছিলেন, ‘আমি কি আপনাকে স্পর্শ করতে পারি?’ আমি সম্মতি দিয়েছিলাম। এমন ভদ্র আচরণ খুব কমই দেখা যায়।”

শিবা চাড্ডার অভিজ্ঞতা বলছে, মানবিকতা ও প্রফেশনাল দৃষ্টিভঙ্গির কারণে শাহরুখ খান বলিউডে এক অনন্য স্থানে অবস্থান করছেন। তাঁর মতে, শাহরুখ সত্যিই একজন গুণী ও অনন্য মানুষ।

আরো পড়ুন