বলিউড সুপারস্টার শাহরুখ খান এবং অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছে। এই অভিযোগ দায়ের করেছেন রাজস্থানের ভরতপুরের বাসিন্দা কীর্তি সিং। একই সঙ্গে অভিযোগের মধ্যে আছে হুন্দাই-এর ছয় কর্মকর্তা। বিষয়টি নিয়ে আনন্দবাজারসহ ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
অভিযোগ অনুযায়ী, কীর্তি সিং ২০২২ সালের জুনে হরিয়ানার সোনিপত থেকে ২৩ লক্ষ ৯৭ হাজার ৩৫৩ টাকায় একটি হুন্দাই গাড়ি ক্রয় করেন। মাত্র ৬–৭ মাস ব্যবহার করার পর গাড়িতে একাধিক যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। দ্রুত গতিতে চালানোর সময় গাড়ি বিকট শব্দ করে ও কাঁপতে শুরু করে। বারবার সংস্থার কাছে অভিযোগ জানানো হলেও তা সমাধান হয়নি। অভিযোগকারীর দাবি, সংস্থা গাড়ির ত্রুটি স্বীকার করলেও সমস্যা সমাধান করেনি।
প্রাথমিকভাবে কীর্তি বিষয়টি ভরতপুরের সিজেএম কোর্ট নং ২-এ নেন। আদালত মথুরা গেট থানাকে নির্দেশ দেন, বিভিন্ন ধারায় এফআইআর দায়ের করতে। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, শাহরুখ খান দীর্ঘদিন ধরে এই সংস্থার সঙ্গে যুক্ত। ১৯৯৮ সাল থেকে তিনি সংস্থার মুখ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ২০২৩ সালের ডিসেম্বরে দীপিকা পাড়ুকোনও এই সংস্থার সঙ্গে চুক্তিতে আবদ্ধ হন। গত বছর সংস্থার এক বিজ্ঞাপনে দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল।
এই ঘটনার বিষয়ে এখনও শাহরুখ খান ও দীপিকার কোনো মন্তব্য পাওয়া যায়নি। আইন অনুসারে, কোনও সংস্থার তৈরি পণ্যে ত্রুটি ধরা পড়লে সেই পণ্যের প্রচারকারী তারকাও দায়মুক্ত নয়, যা এই অভিযোগের প্রেক্ষাপট তৈরি করেছে।