Ridge Bangla

শাহরুখ খানের ‘কিং’-এ কারাগারে তাণ্ডব

‘পাঠান’ ও ‘জওয়ান’-এর পর আবারও অ্যাকশনধর্মী এক নতুন চরিত্রে ফিরছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তার আসন্ন ছবি ‘কিং’-এ দেখা যাবে এক ভয়ঙ্কর ভাড়াটে খুনির ভূমিকায়, যেখানে থাকবে নিষ্ঠুরতা আর গ্ল্যামারের দুর্দান্ত মিশেল। বর্তমানে ছবিটির একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিং চলছে মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে।

শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, ১৫ জুন শুরু হওয়া এই দৃশ্যটি নির্মিত হচ্ছে একটি বিদেশি কারাগারকে কেন্দ্র করে, যেখানে শাহরুখ খান একাই লড়াই করছেন প্রায় ২০০ স্টান্টম্যানের বিরুদ্ধে। দৃশ্যটির পরিকল্পনা ও কোরিওগ্রাফি করছেন তিনজন আন্তর্জাতিক অ্যাকশন বিশেষজ্ঞ, যাদের নিয়ে এসেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। দৃশ্যটির শুটিং চলবে আগামী ২১ জুন পর্যন্ত।

এই অ্যাকশন দৃশ্যের জন্য গত কয়েক সপ্তাহ ধরে কড়া অনুশীলনে ছিলেন শাহরুখ খান। সিনেমাটিতে তার চরিত্র যেমন নির্মম, তেমনি থাকবে স্টাইল ও গ্ল্যামারের ছোঁয়াও।

‘কিং’ সিনেমায় শাহরুখ খানের পাশাপাশি থাকছেন একঝাঁক তারকা। বড় পর্দায় অভিষেক করছেন তার মেয়ে সুহানা খান। আরও অভিনয় করছেন দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন (মূল খলনায়কের ভূমিকায়), জয়দীপ আহলাওয়াত, রানী মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, সৌরভ শুক্লা, রাঘব জুয়াল ও অভয় ভার্মা।

সিনেমাটির শুটিং চলবে ১০০ দিনেরও বেশি সময় ধরে। পরিকল্পনা অনুযায়ী, ‘কিং’ মুক্তি পাবে ২০২৬ সালের ২ অক্টোবর, গান্ধীজয়ন্তী উপলক্ষে। ছবিটির সংগীত পরিচালনা করছেন অনিরুদ্ধ রবিচন্দ্রন এবং গান তৈরি করছেন সাচিন-জিগার জুটি।

শাহরুখ খানের ভক্ত ও সাধারণ দর্শকদের মাঝে ইতোমধ্যেই সিনেমাটি ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন