Ridge Bangla

শাহরুখের পারিশ্রমিক ৪২৩ কোটি টাকা, গুঞ্জন বলিউডে

বলিউডের কিংবদন্তি অভিনেতা শাহরুখ খান একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে আলোচনার শীর্ষে রয়েছেন। ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডাঙ্কি’র পর এবার তাকে নিয়ে ছড়িয়েছে নতুন গুঞ্জন। বলিউডে চাউর হয়েছে, দক্ষিণী প্রযোজনা প্রতিষ্ঠান মিথরি মুভি মেকার্সের প্যান-ইন্ডিয়ান একটি সিনেমায় অভিনয়ের জন্য শাহরুখ খান নাকি ৩০০ কোটি রুপি, অর্থাৎ প্রায় ৪২৩ কোটি টাকার পারিশ্রমিক দাবি করেছেন।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘পাঠান’ প্রায় ১০০০ কোটি এবং ‘জওয়ান’ ১১৬০ কোটি রুপি আয় করে, যা বলিউডের বক্স অফিসে নতুন রেকর্ড গড়ে। আর ‘ডাঙ্কি’ সিনেমায়ও দর্শকের প্রশংসা কুড়িয়েছেন শাহরুখ। এই তিনটি সাফল্যের পর বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন তার নতুন সিনেমা ‘কিং’-এর কাজ নিয়ে।

এমন সময় শোনা যাচ্ছে, ‘পুষ্পা’ খ্যাত মিথরি মুভি মেকার্স শাহরুখকে নিয়ে বড় বাজেটের একটি নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছে, এবং এই প্রজেক্টের জন্যই নাকি শাহরুখ দাবি করেছেন রেকর্ড পরিমাণ পারিশ্রমিক। দুই পক্ষের একাধিক বৈঠকের খবরও বলিউডে ঘুরছে। তবে শাহরুখের ঘনিষ্ঠ একটি সূত্র ভারতীয় বিনোদন সংবাদমাধ্যম পিঙ্কভিলাকে জানিয়েছে, এই মুহূর্তে শাহরুখ শুধুমাত্র ‘কিং’ সিনেমার কাজেই মনোযোগী এবং মিথরি মুভির সঙ্গে এখনো কোনো চুক্তি হয়নি।

‘কিং’ সিনেমায় শাহরুখের সঙ্গে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন, যিনি বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। পরিচালনায় থাকছেন সিদ্ধার্থ আনন্দ এবং গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অভিষেক বচ্চন ও জয়দীপ আহলাওয়াত। সিনেমাটি ২০২৬ সালের মাঝামাঝি সময়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন