রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তাহলা বিন জসিম জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে একাধিক ইউনিট পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে বিমানবাহিনী ও নৌবাহিনীর সদস্যরাও যোগ দিয়েছেন। তিনি বলেন, “আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে আগুনের তীব্রতা অনেক বেশি।”
অগ্নিকাণ্ডের পর বিমানবন্দরের ফ্লাইট চলাচলে সাময়িক স্থবিরতা দেখা দেয়। বিমানবন্দর সূত্রে জানা গেছে, কিছু নির্ধারিত ফ্লাইট বিকল্পভাবে চট্টগ্রাম ও কলকাতাসহ বিভিন্ন বিমানবন্দরে অবতরণ করেছে। এর মধ্যে ব্যাংকক থেকে ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। দিল্লি থেকে আসা ইন্ডিগো ফ্লাইট অবতরণ করেছে কলকাতায়। একইভাবে শারজাহ থেকে ঢাকাগামী এয়ার এরাবিয়া ও হংকং থেকে আসা ক্যাথে প্যাসিফিকের বিমান চট্টগ্রামে নেমেছে।
ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ার ও মুম্বাইগামী ইন্ডিগোর দুটি ফ্লাইট ট্যাক্সিওয়েতে অপেক্ষমাণ রয়েছে। সৈয়দপুর থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটও ঢাকায় অবতরণ না করে চট্টগ্রামে গেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু করা হবে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।