Ridge Bangla

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মা-মেয়ের সালোয়ারে মিলল ৭ হাজার পিস ইয়াবা

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এএপি)। গ্রেপ্তারকৃতরা হলেন রোজিনা (৪০) ও ফাহমিদা ইয়াসমিন (২০)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন এএপি’র অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোজাম্মেল হক। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোজিনা ও ফাহমিদাকে বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ বিএস-১৪৬ ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় আসার সময় বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়।

তদন্তে জানা যায়, মা-মেয়ে দুইজন বিশেষ কায়দায় ইয়াবা বহন করছিলেন। তাদের সঙ্গে থাকা দুটি ট্রলি ব্যাগের হাতলের স্টিলের ভেতরে এবং নিজেদের দেহে ইয়াবা লুকানো ছিল। পরবর্তীতে এএপি কর্মকর্তারা ট্রলি ব্যাগ তল্লাশি করে ৫ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেন। এছাড়া সালোয়ারের মধ্যে লুকানো অবস্থায় আরও ১ হাজার ৭৮০ পিস ইয়াবা পাওয়া যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বিমানবন্দর থানায় দুইজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মা-মেয়ে তাদের আসল ঠিকানা ও ইয়াবা আসার সূত্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

পুলিশের এই অভিযানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাদকদ্রব্য প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের গুরুত্ব পুনরায় ফুটে উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে মাদক পাচারের কোনো সুযোগ না থাকে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৩৭

আরো পড়ুন