ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে বোমার হুমকির কারণে স্থগিত করা হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নেপালগামী ফ্লাইট। তবে তল্লাশিতে কোনো বোমা পাওয়া না যাওয়ায় এটি মিথ্যা সতর্কতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
শুক্রবার বিকাল ৪টা ২৬ মিনিটে কন্ট্রোল টাওয়ারে একটি উড়ো ফোন আসে। অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি জানায়, ঢাকা থেকে কাঠমান্ডুগামী বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটিতে বোমা রয়েছে। ফ্লাইটটিতে তখন ১৪২ জন যাত্রী ও ৭ জন ক্রু ছিলেন এবং উড়োজাহাজটি রানওয়ের দিকে যাত্রা শুরু করেছিল।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগীব সামাদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উড্ডয়ন বাতিল করে যাত্রীদের নিরাপদে নামিয়ে লাউঞ্জে নেওয়া হয়। বিমানবাহিনীর টাস্কফোর্স, এভসেক, এপিবিএনের ডগ স্কোয়াড এবং র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল দ্রুত সেখানে উপস্থিত হয়ে উড়োজাহাজের অভ্যন্তর ও লাগেজ কম্পার্টমেন্টে তল্লাশি চালায়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর জানান, রাত পৌনে ৮টার দিকে নিশ্চিত হওয়া গেছে—উড়োজাহাজে কোনো বোমা নেই। “এটি ছিল একটি মিথ্যা কল,” বলেন তিনি। যাত্রীদের পুনরায় বোর্ডিং করানো হয়েছে এবং ফ্লাইটটি শিগগিরই ছেড়ে যাবে বলে জানান তিনি।
ঘটনার সময় বিমানবন্দরের অন্যান্য ফ্লাইট কার্যক্রম স্বাভাবিক ছিল এবং পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল বলে জানান নির্বাহী পরিচালক। নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।