Ridge Bangla

‘শালিক বালিকা’তে আবারও দর্শক মাতালেন ইয়াশ-তটিনী জুটি

ছোট পর্দার জনপ্রিয় তারকা জুটি ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী নতুন নাটক শালিক বালিকাতে আবারও বাজিমাত করেছেন। সম্প্রতি ভালো থেকো নাটকে অনবদ্য অভিনয়ের পর তাদের এই নতুন কাজও সমান সাড়া ফেলছে দর্শকমহলে।

বেসরকারি টেলিভিশন মাছরাঙার ১৪ বছর পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন হিসেবে নির্মিত এই নাটকের কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। এতে ইয়াশ-তটিনীর পাশাপাশি অভিনয় করেছেন আজম খান, আশরাফ টুলু, নাঈমা নিশো, নাজিরী সাগর, সাব্বির আহমেদসহ আরও অনেকে।

নাটকটি নিয়ে ইয়াশ রোহান বলেন, “দর্শকের ভালোবাসার কারণেই তটিনীর সঙ্গে সবচেয়ে বেশি নাটকে কাজ করার সুযোগ হয়েছে। তারা আমাদের জুটিকে পছন্দ করছেন বলেই নির্মাতারা নানা গল্পে আমাদের উপস্থাপন করছেন। শালিক বালিকা সেই ধারাবাহিকতারই অংশ, যা দর্শকের প্রত্যাশা পূরণ করেছে জেনে খুব ভালো লাগছে।”

একই অনুভূতি ব্যক্ত করেছেন অভিনেত্রী তটিনীও। টেলিভিশনে প্রচারের পর সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া নাটকটি অনলাইনে অল্প সময়েই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বিশেষ করে ইয়াশ-তটিনীর স্বতঃস্ফূর্ত ও অনিন্দ্য অভিনয় নাটকটিকে নিয়ে গেছে আলোচনার শীর্ষে।

আরো পড়ুন