Ridge Bangla

শারীরিক অবস্থার উন্নতি, আইসিইউ থেকে কেবিনে নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নুর এখন আগের তুলনায় অনেকটা সুস্থ। নাক ও চোয়ালের ভাঙা হাড় পুরোপুরি সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ লাগবে। চোখের ভেতরে জমে থাকা রক্ত ঠিক হতে আরও এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে। চিকিৎসকদের পরামর্শে তিনি স্বাভাবিক খাবার খেতে পারছেন, যদিও খাওয়ার সময় ব্যথা অনুভব করছেন।

ঢামেক পরিচালক আরও বলেন, আঘাতের পর নুরের নাক থেকে রক্তক্ষরণের কিছু অংশ শ্বাসনালীতে চলে গিয়েছিল। গতকাল কাশির সঙ্গে সামান্য রক্ত বের হলেও এতে চিন্তার কিছু নেই। চিকিৎসক দলের সিদ্ধান্ত অনুযায়ী তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

এদিকে, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান নুরের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন। সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, নুরের চোখ ও নাকের আঘাত অত্যন্ত সংবেদনশীল। উন্নত চিকিৎসা না পেলে স্থায়ী ক্ষতির আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করলে নুর ও রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে এবং পরে ঢামেকে স্থানান্তর করা হয়।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন