Ridge Bangla

শাবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ৫৪ নেতাকর্মী বহিষ্কার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও অস্ত্র-মাদক সম্পৃক্ততার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫৪ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান জানান, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ২৩৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে ১৯ জনকে আজীবন, ৮ জনকে চার সেমিস্টার, একজনকে তিন সেমিস্টার, ১১ জনকে দুই সেমিস্টার এবং ১৫ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া ৮ জনকে সতর্ক করা হয়েছে।

আজীবন বহিষ্কৃতদের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সজীবুর রহমানও রয়েছেন। অভিযোগের মধ্যে রয়েছে— জুলাইয়ের ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, ক্যাম্পাসে অস্ত্র রাখা এবং মাদক সংশ্লিষ্টতা।

প্রক্টর বলেন, শাস্তি দেওয়ার আগে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের জন্য যথেষ্ট সময় ও সুযোগ দেওয়া হয়েছিল। সাময়িক বহিষ্কৃতদের বিষয়ে আরো বিস্তারিত তদন্ত শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময়ে তারা ক্লাস কিংবা পরীক্ষা কিছুতেই অংশ নিতে পারবেন না।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৯

আরো পড়ুন