Ridge Bangla

শাবনূর কি সত্যিই ফিরেছিলেন সিনেমায়?

নব্বই দশকের সুপারহিট চিত্রনায়িকা শাবনূর দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। মাঝে মাঝে দেশে ফিরলেও বহুবার চলচ্চিত্রে ফেরার ঘোষণার পর ভক্তরা আশায় ছিলেন তার বড় পর্দায় প্রত্যাবর্তনের। অবশেষে ২০২৩ সালের এপ্রিলে ‘রঙ্গনা’ নামের একটি সিনেমার মাধ্যমে বহু বছর পর ক্যামেরার সামনে দাঁড়ান এই জনপ্রিয় অভিনেত্রী।

‘রঙ্গনা’র প্রথম দফার শুটিং হয় ঢাকায়। মে মাস নাগাদ সিনেমার অর্ধেকের বেশি কাজ শেষ করে আবার অস্ট্রেলিয়ায় ফিরে যান শাবনূর। কিন্তু এরপর কেটে যায় দীর্ঘ ১৪ মাস—আর কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি শুটিংয়ে। চলতি বছরের ৮ আগস্ট দ্বিতীয় ধাপের শুটিং শুরুর কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতা ও অন্যান্য কারণে শাবনূরের ফেরা হয়নি।

এদিকে গুঞ্জন উঠে, পারিশ্রমিকজনিত দ্বন্দ্বে সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন শাবনূর। তিনি নিজেও সামাজিক মাধ্যমে জানান, নির্মাতা তার সঙ্গে চুক্তির শর্ত পূরণ করেননি। তবে তিনি আবারও আশ্বস্ত করে বলেন, সিনেমাটি শেষ করতে তিনি আগ্রহী।

সিনেমার পরিচালক আরাফাত জানিয়েছেন, “অনেকে বলছেন ‘রঙ্গনা’র কাজ বন্ধ হয়ে গেছে, যা সঠিক নয়। শাবনূর আপার সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। তিনি দেশে ফিরলেই দ্বিতীয় দফার শুটিং শুরু হবে।”

পরিচালকের ভাষ্যমতে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী নভেম্বরেই শুটিং পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্য দিয়ে বোঝা যায়, শাবনূর সত্যিই সিনেমায় ফিরেছিলেন, তবে নানা বাস্তবিক কারণে তার প্রত্যাবর্তনের যাত্রা থেমে আছে। এখন অপেক্ষা, কবে বড় পর্দায় আবার ধরা দেবেন এই গুণী অভিনেত্রী।

আরো পড়ুন