হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে দেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৩ সালের শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ, ঘটনাসংক্রান্ত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ এবং আন্তর্জাতিক তদন্তের বিষয়গুলো বৈঠকে গুরুত্ব পায়।
হেফাজতের দাবি অনুযায়ী, শান্তিপূর্ণ সমাবেশে সহিংস হামলার বিষয়ে জাতিসংঘের মাধ্যমে একটি নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত উদ্যোগের উপর আলোচনা হয়। একইসঙ্গে পূর্ববর্তী সরকার আমলে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার সম্পর্কিত অগ্রগতিও আলোচনায় আসে।
বৈঠকে হেফাজতে ইসলামের পক্ষে অংশগ্রহণ করেন—মাওলানা খুলিল আহমেদ কুরাইশী, মাওলানা সাজেদুর রহমান, মুফতি জসিম উদ্দিন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দীন রব্বানী, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমদ আলী কাসেমী, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি বশির উল্লাহ এবং মুফতি কেফয়তুল্লাহ আজহারী।
সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন—ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
বৈঠক শেষে উভয়পক্ষ শান্তিপূর্ণ সমাধান এবং জাতীয় ঐক্যের আহ্বান জানান।