Ridge Bangla

শাড়িতে নতুন রূপে রোজা আহমেদ

দেশের শোবিজ দুনিয়ার অন্যতম গ্ল্যামার গার্ল রোজা আহমেদ ফের নিজের স্টাইল দিয়ে আলোচনায় এসেছেন। নিয়মিত সামাজিক মাধ্যমে ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করা এই তারকা এবার রঙিন শাড়িতে হাজির হয়ে ভক্তদের মন মাতালেন।

এতদিন তাকে দেখা গেছে ওয়েস্টার্ন পোশাক, টপস, ট্রাডিশনাল সালোয়ার কিংবা গাউনে। শাড়িতেও ধরা দিয়েছিলেন বিয়ের অনুষ্ঠানে, তবে এবার একেবারে ভিন্নভাবে হাজির হলেন। রোববার রাতে নিজের দুটি নতুন ছবি শেয়ার করেন রোজা, যেখানে তাকে দেখা যায় হালকা ধাঁচের হলুদ শিফন শাড়িতে। শাড়িটির মূল রং হলুদ হলেও গোলাপি ও অন্যান্য নকশার ছোঁয়ায় শাড়িটি পেয়েছে এক অনন্য নান্দনিকতা।

শাড়ির সঙ্গে মিলিয়ে রোজা পরেছেন উজ্জ্বল হলুদ রঙের ভি-নেক ব্লাউজ। সাজে রেখেছেন স্নিগ্ধতার ছাপ—স্মোকি আই মেকআপ, ন্যুড লিপস্টিক আর খোলা চুলে তিনি হয়েছেন আরও আকর্ষণীয়। ফলে ছবিতে তার রূপ যেন বহুগুণে বেড়ে যায়।

প্রকাশিত দুটি ছবির একটিতে রোজাকে দেখা যায় চুলে হাত দিয়ে আনমনা ভঙ্গিতে পোজ দিতে, অন্যটিতে মৃদু হাসিতে পাশের দিকে তাকিয়ে থাকতে। তার এই সহজ-সরল অথচ মোহনীয় ভঙ্গি মুহূর্তেই ভক্তদের মন জয় করে নেয়।

ছবি দুটি সামাজিক মাধ্যমে শেয়ার করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। মন্তব্য ঘরে ভক্তদের প্রশংসার বন্যা বইতে থাকে। একজন লিখেছেন, “সত্যিকারের সৌন্দর্য।” আরেকজন মন্তব্য করেন, “আপনাকে পরীর মতো লাগছে।” অনেকেই শাড়ির রঙ ও নকশারও আলাদা করে প্রশংসা করেছেন। রঙিন শাড়িতে রোজার এই উপস্থিতি ভক্তদের মনে যে বিশেষ রঙ ছড়িয়েছে, তা বলাই বাহুল্য।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৫

আরো পড়ুন