Ridge Bangla

শাকিব খানের ‘সোলজার’-এ থাকছেন তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী

অবশেষে সকল গুঞ্জন সত্যি প্রমাণিত হলো। সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সোলজার’-এ তার সঙ্গে অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবং ‘বিশ্বসুন্দরী’ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী। সিনেমার নির্মাতা সাকিব ফাহাদ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

কয়েক মাস ধরেই গুঞ্জন চলছিল যে, ‘সোলজার’-এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তানজিন তিশার। তবে সিনেমা সংশ্লিষ্ট কেউ দীর্ঘদিন পর্যন্ত এ বিষয়টি প্রকাশ করেননি। অবশেষে ৫ অক্টোবর থেকে ঢাকায় সিনেমার শুটিং শুরু হওয়ার পর নির্মাতা সাকিব ফাহাদ এই খবরটি ঘোষণা করেন।

পরিচালক বলেন, “সিনেমার গল্পের প্রয়োজনেই অভিনয়শিল্পীদের নির্বাচন করা হয়েছে। শাকিব খানের সঙ্গে এই সিনেমায় তানজিন তিশাকে দেখা যাবে। এটি তার প্রথম সিনেমা, যা নিয়ে আমরা খুবই উৎসাহিত। এছাড়াও এতে অভিনয় করছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। আশা করি, দর্শকরা একেবারেই নিরাশ হবেন না।”

এবার দীর্ঘদিনের অপেক্ষার পর তানজিন তিশা শাকিব খানের নায়িকা হিসেবে বড় পর্দায় যাত্রা শুরু করতে যাচ্ছেন। অন্যদিকে, ‘আদম’ সিনেমার পর ঐশীও আবারও বড় বাজেটের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন।

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিতব্য এই সিনেমায় আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান এবং তৌকীর আহমেদসহ শক্তিশালী অভিনেতারা। জানা গেছে, শিগগিরই দর্শকের সামনে তিশা ও ঐশীর ফার্স্ট লুক প্রকাশ করা হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২২

আরো পড়ুন