Ridge Bangla

শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ বাঁধন

ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘তাণ্ডব’ ইতোমধ্যেই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। অন্যদিকে একই সময়ে মুক্তি পেয়েছে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের চলচ্চিত্র ‘এশা মার্ডার’। এই প্রেক্ষাপটে দেশের সবচেয়ে আলোচিত ও দীর্ঘস্থায়ী সিনেমা তারকা শাকিব খানকে নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বাঁধন।

সোমবার (২৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শাকিব খান সম্পর্কে নিজের মুগ্ধতার কথা তুলে ধরেন বাঁধন। তিনি লেখেন, “আমার জীবনে অনেক মানুষ আছেন, যারা আমাকে অনুপ্রাণিত করেছেন। এর মানে এই নয় যে, আমি তাদের সব মতের সঙ্গে একমত। তবে তাদের জীবনের কিছু দিক, মানসিক দৃঢ়তা ও সিদ্ধান্ত আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। ঠিক তেমনই একজন শাকিব খান।”

শাকিব খানের পেশাদারিত্ব ও তার দীর্ঘ ক্যারিয়ারে অধ্যবসায়ের প্রশংসা করে বাঁধন আরও বলেন, “শাকিব যেভাবে নিজেকে গড়েছেন, তার জন্য আমি তাকে শ্রদ্ধা জানাই। সুপারস্টার হওয়া সহজ নয়। এটি সম্ভব হয় বছরের পর বছর কঠোর পরিশ্রম, পেশার প্রতি ভালোবাসা এবং আত্মনিবেদনের মাধ্যমে। এই দায়বদ্ধতাই তাকে আজকের শাকিব খান বানিয়েছে।”

বাঁধন তার স্ট্যাটাসে আরও যোগ করেন, “মানুষ যেভাবে শাকিবকে নিঃশর্ত ভালোবাসে, সেটিই তার সবচেয়ে বড় অর্জন। খ্যাতির সঙ্গে দায়িত্বও আসে, এবং আমি বিশ্বাস করি শাকিব তা গভীরভাবে উপলব্ধি করেন। আমি তার সব কাজের জন্য শুভকামনা জানাই।”

দুই ভিন্ন ঘরানার অভিনেতা-অভিনেত্রী হলেও বাঁধনের এই উষ্ণ ও সম্মানসূচক মন্তব্য শোবিজ অঙ্গনে ইতিবাচক বার্তা দিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই স্ট্যাটাস ব্যাপক প্রশংসা কুড়িয়েছে, যা শাকিব খান ও বাঁধন—দুজনেরই প্রতি দর্শকের সম্মান আরও বাড়িয়ে দিয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন