আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নির্মিত হচ্ছে বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘তাণ্ডব’। বড় বাজেটের এই সিনেমাটি পরিচালনা করছেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তার বিপরীতে এক যুগ পর রুপালি পর্দায় ফিরছেন গুণী অভিনেত্রী জয়া আহসান।
বর্তমানে রাজশাহীতে পুরোদমে চলছে ‘তাণ্ডব’-এর শুটিং। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া কয়েকটি দৃশ্যে দেখা গেছে শাকিব খান ও অভিনেত্রী সাবিলা নূরকে রাজশাহীর বিভিন্ন লোকেশনে অভিনয় করতে। সম্প্রতি শুটিংয়ে যোগ দিয়েছেন জয়া আহসানও। রাজশাহীতে তিনি কয়েকদিন টানা অংশ নেবেন দৃশ্যধারণে।
‘তাণ্ডব’-এ জয়া ও শাকিবের সঙ্গে আরও দেখা যাবে এক ঝাঁক জনপ্রিয় অভিনয়শিল্পীকে—যাদের মধ্যে রয়েছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, এফএস নাঈম, মুকিত জাকারিয়া প্রমুখ।
এর আগে গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া শাকিব খানের সিনেমা ‘বরবাদ’ পরিচালনা করেন মেহেদী হাসান হৃদয়। সেই সিনেমা দর্শকমহলে ব্যাপক প্রশংসা পায়। তারই ধারাবাহিকতায় এবারের ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে ‘তাণ্ডব’, যা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উত্তেজনা।