Ridge Bangla

শাকিবের সঙ্গে মিষ্টি জান্নাতের ছবি, শুভেচ্ছায় ভাসাচ্ছেন ভক্তরা

ঢালিউডের সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনেত্রী ও চিকিৎসক মিষ্টি জান্নাতের একটি ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে তুমুল আলোচনার ঝড়। সোমবার (৭ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শাকিবের সঙ্গে দাঁড়িয়ে তোলা একটি ছবি পোস্ট করেন মিষ্টি জান্নাত। মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়।

ছবিতে দেখা যায়, সাদা পাঞ্জাবি ও কালো সানগ্লাস পরে আছেন শাকিব খান, আর তার পাশে দাঁড়িয়ে মিষ্টির মুখে প্রশান্ত এক হাসি। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “ভালো থাকবেন। প্রথম আমি।” সঙ্গে যুক্ত করেন তিনটি লাল হৃদয় ও দুটি ভালোবাসার ইমোজি। এই রহস্যময় ক্যাপশন ঘিরে জল্পনা ছড়িয়েছে নতুন করে—তাদের মধ্যে কোনো সম্পর্ক কি গড়ে উঠছে?

ভক্তদের অনেকেই নতুন জুটি হিসেবে তাদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “আপনাদের দেখে দারুণ লাগছে”, “মিষ্টি নামের মতোই সম্পর্ক থাকুক চির মধুর”। কেউ কেউ আবার ছবিটি দেখে শাকিবের তৃতীয় বিয়ের গুঞ্জনের সঙ্গে মিষ্টির নাম জড়িয়ে পুরোনো আলোচনা ফিরিয়ে এনেছেন।

উল্লেখ্য, গত বছর শাকিব খানের তৃতীয় বিয়ের গুঞ্জন চাউর হয়, এবং সেসময় মিষ্টি জান্নাতের নামও শোনা যায় সম্ভাব্য পাত্রী হিসেবে। যদিও কেউই তখন এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। এবার নতুন করে ছবিটি সেই আলোচনা ফের উসকে দিয়েছে।

মিষ্টি জান্নাত এ নিয়ে কোনো ব্যাখ্যা না দিলেও, পরপর শাকিবের সঙ্গে ছবি পোস্ট এবং আবেগঘন ক্যাপশন ভক্তদের কৌতূহল বাড়িয়ে তুলেছে।

আরো পড়ুন